Thursday, August 28, 2025

বিরোধী জোটে প্রথম থেকেই চালিকাশক্তি হিসেবে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠক শেষেও দেশের মোদি সরকার তথা এনডিএ জোটকে চ্যালেঞ্জ ছুড়ে হুংকার জানালেন তৃণমূল সভানেত্রী। তীব্র আক্রমণ করে মমতা বলেন, “দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি।” দেশের গণতন্ত্র বাঁচাতে একজোট হয়েছে বিরোধীরা। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি, INDIA চ্যালেঞ্জ করতে পারবে? মমতার কথায়, ইন্ডিয়া জিতবে, দেশ জিতবে।

বেঙ্গালুরুর বৈঠক থেকে বিজেপি তথা মোদি সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ তোলেন, দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। মঙ্গলবার, সারাদেশের নজর ছিল ব্যাঙ্গালুরুর বৈঠকে। আগে থেকেই জল্পনা ছিল বিজেপি (BJP) বিরোধী নয়া জোটের নাম ঠিক হবে। সেই মতোই ঘোষণা হল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- INDIA। সেই নামকে হাতিয়ার করেই তৃণমূল সভানেত্রী হুংকার দেন, বৈঠকে সবাই মিলে একটি চ্যালেঞ্জ নিয়েছি। NDA-কে চ্যালেঞ্জ করছে INDIA। তাঁর কথায়, “আজ দেশে যে সমস্ত দলিত, সংখ্যালঘু, হিন্দু, মুসলিম, শিখ বিপদের মুখে রয়েছে। অরুণাচল, মনিপুর, উত্তর প্রদেশ, দিল্লি, বাংলা, বিহার, মহারাষ্ট্র, সব জায়গাতেই সরকার কেনাবেচাই ওদের একমাত্র কাজ। ওরা এখন দেশ বিক্রির সওদাগিরি করছে। লোকতন্ত্রকে কেনার সওদাগিরি করছে। এ জন্য আজ কোনও স্বতন্ত্র সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। কেউ বিরোধীদের সমর্থন করলেই পরের দিন ইডি-সিবিআই তাঁর কাছে চলে যাচ্ছে।”  অভিযোগ করে বলেন, “৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে বিজেপি।”

মমতার আবেদন, ভারতকে বাঁচাতে হবে। তাঁর কথায়, দেশের সকলের জীবন বিপদের মুখে। দেশ বিক্রি করছে বিজেপি। তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, নির্বাচিত রাজ্য সরকারকে বিধায়ক কেনাবেচা করে ফেলে দেওয়ার চক্রান্ত করছে গেরুয়া শিবির।বিরোধীদের ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে।গণতন্ত্রকে কেনার চেষ্টা করছে বিজেপি। দেশের গণতন্ত্র বাঁচাতে সবাই একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী। বৈঠকে উপস্থিত সবার নাম উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের নাম বলার সময় বলেন, আমাদের সবার প্রিয় রাহুল গান্ধী।

ইন্ডিয়া জিতবে, দেশ জিতবে- তৃণমূল সুপ্রিমোর এই স্লোগানে গমগম করে উঠল ব্যাঙ্গালুরু। মোদি সরকারকে উৎখাত করার জন্য যে চড়া সুর বাঁধার প্রয়োজন, বেঙ্গালুরুর বৈঠক থেকে সেই তার সপ্তমে বেঁধে দিলেন মমতা।

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version