Friday, August 22, 2025

একজন মানুষের মুখে ৪৬২ টি ছিদ্র! আর সবটাই হয়েছে তাঁর ইচ্ছা অনুযায়ী। ব্রাজিলের স্কটল্যান্ডের এডিনবার্গের (Edinburgh, Scotland, Brazil) বাসিন্দা ইলাইন ডেভিডসন (Elaine Davidson)এই কারণেই গোটা পৃথিবীর কাছে পরিচিত। তাঁকে ভালোবেসে ‘কালো রাজকন্যা’ (Black Princess) বলে ডাকেন অনেকে। গিনেস বুক অব দ্য ওয়ার্ল্ডে (Guinness Book of the World Records ) নাম তোলার লক্ষ্য নিয়ে তিনি যে অদ্ভুত কান্ড ঘটিয়েছেন তাতে বাকরুদ্ধ বিশ্ব। একটু অন্যরকম কিছু করার ইচ্ছে নিয়ে নিছক শখের বশে ১৯৯৭ সালে নিজের শরীরে ২৮০টি ছিদ্র করে তিনি অলঙ্কার পরিধান করেন। বর্তমানে তাঁর মুখেই ৪৬২ টি ছিদ্র। যার মধ্যে ২৯২ টি ছিদ্র ছিল ঠোঁটে এবং জিহ্বায়।

একেক মানুষের একেক রকমের শখ থাকে। কিন্তু কোনও মানুষ তাঁর যৌনাঙ্গে ও আশেপাশে ৫০০টিরও বেশি ছিদ্র করাতে পারেন? ইলাইন ডেভিডসন এই অসম্ভব কাজটি অবলীলায় করে ফেলেছেন।গিনেস বুক অব দ্য ওয়ার্ল্ডে নাম লিখিয়ে ফেলেছেন তিনি। এত ছিদ্র করেও তিনি সন্তুষ্ট নন। ইলাইন বলেন, “শরীরে জুড়ে ট্যাটু ও ছিদ্র করার বিষয়টি আমার ততটা পছন্দের ছিল না। তবে ভাবলাম এই পিয়ার্সিংয়ের মাধ্যমে যদি নামকরা একজন হতে পারি! আমি রেকর্ড ভাঙতে চেয়েছিলাম। তবে আমার পরিবার কখনো আমাকে উৎসাহ দেয়নি। কারণ তাঁরা এসব পছন্দ করেন না। তবে আমি ঠিকই আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি। বিশ্বের সবাই এখন আমাকে চেনে।” ২০০৮ সালে মে মাসে তাঁর সারা দেহে ছিদ্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯২০ টি তে। এর একবছর পর ফেব্রুয়ারি মাসে সেই সংখ্যা হয় ৬ হাজার ৫।

ইলাইন ডেভিডসন নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে মুখের মধ্যে করা ছিদ্রগুলোতে যেসব অলঙ্কার পরেন সেগুলোর ওজন মোট তিন কেজি। পাশাপাশি তিনি সবুজ, নীল ও হলুদ রঙের রেখা টানেন, যাতে অলংকারের সাজ আরও স্পষ্ট হয়। তবে শুধু শরীরে একাধিক ছিদ্র করেই তিনি থেমে গেছেন, এটা ভাবা ভুল। তিনি এমন অনেক অসম্ভব কাজকর্ম করতে পারেন যা হয়তো সাধারন মানুষ স্বপ্নেও ভাবতে পারবেন না। তিনি খালি পায়ে কাচের টুকরার উপরে সাবলীল ভাবে হাঁটতে পারেন আর এতে বিন্দুমাত্র ব্যথা অনুভব করেন না! কিন্তু শরীরে এত ছিদ্র তাঁকে কোনও সমস্যায় ফেলে না? চিকিৎসক বলেছেন, এতো সব ছিদ্রের কারণে তিনি হেপাটাইটিস বা এইডসের মতো ভয়াবহ রোগ আক্রান্ত হতে পারেন।

আজ থেকে ১২ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু ২০১২ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে তিনি একাই স্কটল্যান্ডে থাকেন। ব্রাজিলে তাঁর নিজস্ব একটি পার্লার রয়েছে। বাইরের লোকজনের সঙ্গে খুব একটা বেশি মেলামেশা পছন্দ করেন না এই মহিলা। নিজের জগতে ভালোই আছেন ইলাইন। আশেপাশের লোকের কথায় কান্না দিয়ে নিজের ইচ্ছে পূরণের মাধ্যমেই সুখে থাকতে চান তিনি। এমন মানুষ শুধু বিস্ময়কর নন, বিরলও বটে। হয়তো তাঁকে সামনাসামনি দেখলে বাঙালির প্রিয় জটায়ু বলেই ফেলতেন, ” আপনাকে তো কালটিভেট করতে হচ্ছে মশাই!”

 

 

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version