Sunday, May 4, 2025

সংসদে শাসককে চাপে ফেলতে সমমনস্ক দলগুলিকে বৈঠকে ডাকলেন খাড়গে

Date:

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন(monsoon session)। তার আগেই বিজেপিকে(BJP) পর্যদুস্ত করতে এক ছাতার তলায় এসেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে আসন্ন সংসদ অধিবেশনে কেন্দ্রের উপর চাপ বাড়াতে বৈঠকের ডাক দিলেন কংগ্রেস(Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। আগামীকাল অধিবেশন শুরুর আগে সকাল দশটায় সময়মনস্ক সকল রাজনৈতিক দলকে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার কংগ্রেসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “বৃহস্পতিবার ২০ জুলাই সকাল দশটায় সমমনস্ক সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বৈঠকের জন্য। আসন্ন সংসদ অধিবেশনে যে সমস্ত বিষয়গুলি উত্থাপিত হতে চলেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার জন্য।” ২৪এর রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই একজোট হয়েছে বিরোধী শিবির। ধীরে ধীরে কংগ্রেসের ঢাকা এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছে সদ্য গঠিত INDIA-এর অংশীদারি বিরোধী রাজনৈতিক দলগুলি।

তবে বিরোধীদের পাশাপাশি, সংসদ অধিবেশন উপলক্ষে বুধবার কেন্দ্র তরফেও সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দলের রণকৌশল ঠিক করতে বুধবার সর্বদলীয় বৈঠকের পাশাপাশি, আলাদা করে বৈঠকে বসছেন বিজেপি নেতারাও। এনডিএ-র শরিক নেতারাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে বিজেপির একটি সূত্রের খবর। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, এই বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংসদে পেশ করতে পারে সরকার। আবার দিল্লির অর্ডিন্যান্স নিয়েও আরও এক কদম এগোতে পারে কেন্দ্রের বিজেপি সরকার। এই সমস্ত ইস্যু নিয়েই সরকারকে কিভাবে পাল্টা চাপে ফেলা যায় তার রণকৌশল ঠিক করতে বৈঠক ডাকলেন খাড়গে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version