Monday, May 19, 2025

একটা বালতি উল্টে দেখাক! থরথর করে কাঁপছে: বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

বিরোধীদের জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। কাল থেকে থরথর করে কাঁপছে। বুধবার বিকেলে হঠাৎই এসএসকেএমএ নন্দীগ্রামে আহত দলীয় নেতা-কর্মীদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখে বেরনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোট পরবর্তী হিংসায় যে কজন মারা গিয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন তৃণমূলের কর্মীরাই। এরপরেই বিজেপিকে তুলোধনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, কুৎসা, হিংসা, রক্ত ঝরাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের সরকার ফেলে দেওয়ার হুমকির জবাবে তীব্র তাচ্ছিল্যের সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগে একটা বালতি উল্টে দেখাক!

আরও পড়ুন:পঞ্চায়েতে পুনর্গণনার দাবিতে আদালতে ৯ তৃণমূল প্রার্থী, শুক্রবারই শুনানির সম্ভাবনা

পঞ্চায়েত ভোটে সময় বা ভোট পরবর্তী হিংসায় আহত নন্দীগ্রামের তৃণমূলের নেতাকর্মীদের সাতজন এখনও ভর্তি রয়েছেন এসএসকেএম-এ ট্রমা কেয়ার ইউনিটে।সেখানে যান মুখ্যমন্ত্রী সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। কীভাবে আক্রান্ত হয়েছেন, জানতে চান। তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক এবং উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভোটের সময় বা তার পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেয়া হচ্ছে আহত যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ওদের কোনও কাজকর্ম নেই। শুধু কুৎসা আর হিংসা ছড়াচ্ছে। বিভেদের রাজনীতি করছে। বিরোধী জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী কথায়, আগামী নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে এদের বদলা নেবে।

কথার কথায় বিজেপি বলছে, সরকার ফেলে দেবে। এই হুমকির জবাবে সেদিন তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড় বলেন, “আগে একটা বালতি উল্টে দেখাক। অত সোজা নয়। ওদের সরকার উল্টে গেছে। কাল থেকে তো ভয় থরথর করে কাঁপছো।”

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...
Exit mobile version