মোহনবাগান দিবসে সুনীলকে সংবর্ধনা বাগানের

এই নিয়ে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, "সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম কলকাতায় আসছে সুনীল। ২৯ জুলাই মোহনবাগান দিবসে ও আমাদের ক্লাবে আসবে।

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই ঐতিহাসিক মোহনবাগান দিবস। আর ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসে ক্লাব তাঁবুতে আসছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম শহরে আসছেন ভারতীয় ফুটবলের আইকন। সিনিয়র পর্যায়ে সুনীলের প্রথম ক্লাব মোহনবাগান। ২০০২ থেকে তিন বছর তিনি সবুজ-মেরুন জার্সি গায়ে খেলেছিলেন। এরপর ধীরে ধীরে ভারতীয় ফুটবলে উত্তরণ শুরু। দ্বিতীয় দফায় ২০১১-১২ মরশুমে ফের মোহনবাগানে ফেরেন সুনীল।

মোহনবাগানের ঘরের ছেলে কিংবদন্তি কোচ ও ফুটবলার সুব্রত ভট্টাচার্য সুনীলের শ্বশুরমশাই। ময়দানের বাবলুর কোচিংয়েই সবুজ-মেরুনে অভিষেক সুনীলের। ৩৮-এর ভারত অধিনায়ক মোহনবাগান দিবসে উদ্বোধন করবেন সুব্রতর আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’।

এই নিয়ে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, “সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম কলকাতায় আসছে সুনীল। ২৯ জুলাই মোহনবাগান দিবসে ও আমাদের ক্লাবে আসবে। সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ করবে। আমরা সুনীলকে সংবর্ধনা দেব ভারতীয় ফুটবলে ওর অবদানের জন্য।” উল্লেখ্য, এবার মোহনবাগান দিবস চলবে দু’দিন ধরে। কারণ, ২৯ তারিখ মহরম পড়েছে। তাই মোহনবাগান রত্ন সম্মান প্রদান-সহ মূল অনুষ্ঠান হবে পরের দিন ৩০ জুলাই। ২৯ তারিখ দুপুরে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচের পর বিকেল সাড়ে তিনটের সময় সুনীলের হাত দিয়েই সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশিত হবে।এরপর সংবর্ধনা পর্ব।

আরও পড়ুন:ভারতের হয়ে অভিষেক বাংলার পেসার মুকেশ কুমারের

 

Previous articleফের শহরে শু.টআউট! দুষ্কৃতীদের গু.লিতে ঝাঁ.ঝরা যুবকের দেহ
Next articleস্বস্তিতে অনুব্রত! ইডির আবেদন খারিজ রাউস অ্যাভিনিউ আদালতের