Sunday, November 9, 2025

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ নিয়ে কী বললেন দ্রাবিড়?

Date:

Share post:

গতকালই প্রকাশিত হয়েছে এশিয়া কাপের সূচি। আগামি ৩০ আগস্ট থেকে শুরু হবে এই বছরের এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টের হাইভোল্টেজ ম‍্যাচ আগামী ২ সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর দুই দেশ ফাইনালে উঠলে এশিয়া কাপেই তিন বার মুখোমুখি হতে পারে। আবার বিশ্বকাপেও দুই দলের মুখোমুখি লড়াই রয়েছে। আর এতেই উচ্ছ্বসিত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। এই বিষয়ে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, যদি এশিয়া কাপে তিনবার খেলা সম্ভব হয় তাহলে অবশ্যই ভালো।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” এশিয়া কাপের সূচি দেখে যা বুঝলাম, তাতে সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে তবেই পাকিস্তানের বিরুদ্ধে তিনবার খেলা যাবে। তাই আমরা একটা ধাপ ধরে ধরে এগোতে চাই। আগে থেকেই বেশি ভাবনাচিন্তা করে নিজেদের চাপে ফেলতে চাই না। এক-একটা ম্যাচ ধরে এগোতে হবে।”

এরপরই দ্রাবিড় আরও বলেন,” প্রথম দুটি ম্যাচে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে হবে। এখন সেই ম্যাচের দিকে ফোকাস করা উচিত। ভাল ক্রিকেট খেলে সেই দুটো ম্যাচে জিততে হবে। তারপর দেখার যে, প্রতিযোগিতায় আমরা কোথায় থাকি। যদি পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই তিনবার খেলার সুযোগ আসে তা হলে খুব ভাল হয়। কিন্তু সেটা করতে গেলে আমাদের ফাইনালে উঠতে হবে। আশা করি পাকিস্তানও ফাইনাল খেলবে।”

এদিকে এশিয়া কাপ নিয়েও নিজের লক্ষ‍্য জানিয়ে দেন দ্রাবিড়। তিনি বলেন,” দারুণ কয়েকটা ম্যাচ হওয়ার অপেক্ষায় রয়েছি। ফাইনাল পর্যন্ত ভাল খেলতে চাই এবং ট্রফি জিততে চাই। তবে আগে প্রথম দুটো ধাপ আমাদের পেরোতে হবে।”

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে নামার আগে যশস্বীর প্রশংসায় রোহিত

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...