Sunday, May 11, 2025

সম্প্রতি এশিয়া কাপের সূচি ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা বিসিসিআই-এর সচিব জয় শাহ। আর এই সূচি ঘোষণা হওয়ার পরই দেখা দিয়েছে বিতর্ক। আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পিসিবি এশিয়া কাপের সূচি ঘোষণা করার আগেই সেই প্রতিযোগিতার সূচি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন জয় শাহ। আর তাঁর এই কাছে বেজায় চটেছে পিসিবি।

এই নিয়ে পাক বোর্ডের এক কর্তা এক সংবাদসংস্থা-কে বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পাক বোর্ডের কথা হয়ে গিয়েছিল। ঠিক হয়েছিল পাকিস্তানের অনুষ্ঠানটি শুরু হবে সন্ধে à§­:à§§à§« মিনিটে। তার পাঁচ মিনিটের মধ্যেই সূচি ঘোষণা করা হবে। কিন্তু সেই অনুষ্ঠান শুরু করার আধ ঘণ্টা আগেই জয় শাহ সূচি ঘোষণা করে দেন।”

আসলে ঘটনার সূত্রপাত, ১৯ জুলাই পিসিবির পক্ষ থেকে এশিয়া কাপের সূচি প্রকাশিত হওয়ার কথা ছিল। ক্রীড়াসূচি প্রকাশের জন্য একটি অনুষ্ঠানেরও আয়োজন করে পিসিবি। যেখানে সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে ট্রফি উন্মোচন করারও ব্যবস্থা করেছিল পিসিবি। ঠিক ছিল, পাকিস্তানের স্থানীয় সময় ৭.৪৫ মিনিট নাগাদ সূচি প্রকাশ করা হবে। কিন্তু তার আধ ঘন্টা আগেই সূচি ঘোষণা করে দেন জয় শাহ। এশিয়া কাপের সূচি পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। আর জয় শাহ এভাবে সূচি ঘোষণা করায় অসন্তুষ্ট পিসিবি।

যদিও পুরোটাই ভুল বোঝাবুঝির জন্য এমন হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তান এবং ভারতের মধ‍্যে সময়ের ব্যবধানের জন্যই অনুষ্ঠানের আগেই জয় শাহ সূচি ঘোষণা করে ফেলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, আহমেদাবাদে হোটেলে ঘর নেই, বুকিং হাসপাতালের বেড

 

Related articles

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল। তবে ২৫ নয় আইপিএল...

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)।...

মাতৃদিবসে নস্টালজিক বিনোদন জগত, কথায়-ছবিতে সমাজমাধ্যমে অনুভূতি শেয়ার তারকাদের

পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি সেই মায়ের জন্য কোনও একটা দিন কখনই যথেষ্ট হতে পারেনা। বছরে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা...

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ফেরার বার্তা বিসিসিআইয়ের!

শুরু হতে চলেছে আইপিএল(IPL)! হ্যাঁ যো শোনাযাচ্ছে আইপিএল(IPL) শুরুর করার কাজ আরম্ভ করে দিয়েছে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ১৩...
Exit mobile version