Friday, December 19, 2025

“বিজেপি সন্ত্রাসের সওদাগর”, ‘জয় INDIA’ মন্ত্রে একুশে সমাবেশে ঝাঁজ বাড়াবেন মমতা-অভিষেক

Date:

Share post:

একুশে জুলাইয়ে ভোরের আলো ফোটার আগে ধর্মতলার দখল নিলেন দূর-দূরান্ত থেকে আসা তৃণমূল জনতা।কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে জঙ্গল, গোটা বাংলার রাস্তা আজ ধর্মতলামুখী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শহিদ শ্রদ্ধা দিবসের মেগা সভা। ভিক্টোরিয়া হাউসের সামনের সেই মঞ্চেই তোলা হবে মোদি বিরোধী জয় INDIA স্লোগান। লক্ষ্য লক্ষ্য কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলবেন, “এবার ইন্ডিয়া”।

আরও পড়ুনঃ২১ জুলাই ঘিরে উন্মাদনা জনতার! শহরজুড়ে আজ আটোসাঁটো নিরাপত্তা, মেট্রোতেও চলবে নজরদারি

সমাবেশের একদিন আগেই নেত্রীর ঘোষণা, “ইন্ডিয়া উইল ফাইট টুগেদার। আমরা সকলে একসঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। এই বিশেষ দিনে দেশে নতুন ভোরের সূচনার জন্য শপথ নেব।”

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটের বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। সেই জয়কে পুঁজি করেই ইতিমধ্যেই শহরে জড়ো হতে শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকরা। আজ সভায় সেই ভিড় আরও বাড়বে। ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বসম সরকারের পুলিশের গুলিতে নিহত ১৩ জন তরতাজা যুবকের স্মরণে ফি বছর শহিদ তর্পণ আয়োজন করেন তৃণমূলনেত্রী। কিন্তু এবারের সভায় শুধু তাতে সীমাবদ্ধ থাকছে না তাঁর দল। পঞ্চায়েত ভোটে নিহত তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতি বিনম্র শ্রদ্ধাও জানানো হবে।সেই সভামঞ্চ থেকেই নরেন্দ্র মোদি তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা-অভিষেক যে সরব হবেন, তা বলাই বাহুল্য।‌

ঘটনাচক্রে চলতি সপ্তাহেই দেশের বিরোধী দলগুলি মিলে তৈরি করেছে মহাজোটের মঞ্চ “INDIA”, তাকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে তাঁরা আক্রমণের ঝাঁঝ আরও বাড়াবেন, তা সহজেই অনুমেয়। কোন কোন শব্দবন্ধে মমতা নিশানা করবেন মোদি-বিজেপিকে, তার আভাস খানিকটা পাওয়া গিয়েছে বৃহস্পতিবার বিকেলে। মঞ্চের কাছে রাজপথে দাঁড়িয়েই নেত্রী বলেন, “বিজেপি সন্ত্রাসের সওদাগর”। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেকারত্ব, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া থেকে বিভাজন, অত্যাচার আর সন্ত্রাস—বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি। এই পর্বে সংযোজন হতে চলেছে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি। বলেছেন, ‘মণিপুরে যে হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশবাসী, তা নারীসুরক্ষার দিকে আঙুল তুলতে বাধ্য করছে। বিজেপির শাসনকালে নারীদের প্রতি ঘটে চলেছে একের পর এক হিংসাত্মক ঘটনা। কিন্তু এবারের হিংস্রতার চরম সীমাকে ছুঁয়ে ফেলল। আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যেতে চাই।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চোখাচোখা শব্দে বিঁধেছেন বিজেপিকে। বলেছেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার ব্যর্থ। এবার দেশের মানুষ বদল আনতে চলেছেন।’ আজ সেই সুরেই একুশের মঞ্চ মাতাবেন মমতা-অভিষেক।

spot_img

Related articles

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...