Saturday, August 23, 2025

মণিপুর ইস্যুতে দ্বিতীয় দিনেও উত্তাল সংসদ, মুলতুবি অধিবেশন

Date:

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও মণিপুর(Manipur) ইস্যুতে বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সংসদ অধিবেশন। মণিপুর পরিস্থিতি নিয়ে মোদিকে জবাব দিতে হবে, এই দাবিতে সরব হন বিরোধীরা(Opposition)। যার জেরে সংসদের(Parliament) দুই কক্ষেই দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। যার জেরে শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন।

এদিন অধিবেশন শুরু হতেই একযোগে স্লোগান দেওয়া শুরু করেন কংগ্রেস(Congress), ডিএমকে(DMK) এবং বামপন্থী দলগুলি। বিরোধীরা স্লোগান দেওয়া শুরু করেন, প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। মোদি সংসদে আসুন, মণিপুর নিয়ে জবাব দিন। তাঁদের নিরস্ত করার চেষ্টা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, এভাবে কোনও সমস্যার সমাধান হতে পারে না। শুধু আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। কিন্তু তাতেও থামেনি বিক্ষোভ ফলে প্রথমে ১২ টা পর্যন্ত এবং পরে দিনের মতো লোকসভা মূলতুবি করে দেওয়া হয়। একই ছবি দেখা গেল রাজ্যসভাতেও। যার জেরে প্রথমে ১২টা পর্যন্ত এবং পরে আড়াইটে পর্যন্ত রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করে দেওয়া হয়। তারপরও বিরোধীরা বিক্ষোভ দেখালে গোটা দিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যায়।

উল্লেখ্য, অধিবেশন শুরুর আগেই সরকার পক্ষ দাবি করেছিল মণিপুর নিয়ে আলোচনায় তারা প্রস্তুত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার মণিপুর ইস্যুতে বিস্তারিত আলোচনায় রাজি নয় কেন্দ্র। সংক্ষেপে নামে নামে আলোচনা সারতে চাইছে। বিরোধীরা যেখানে রুল নম্বর ২৬৭ অনুযায়ী বিস্তারিত আলোচনা চাইছেন, সেখানে সরকার রুল নম্বর ১৭৬ অনুযায়ী সংক্ষেপে আলোচনায় রাজি কেন্দ্র। বিরোধীরা চাইছেন সংসদে এসে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। কিন্তু এত বড় ইস্যুতেও মোদি সংসদে বলতে রাজি নন।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version