Wednesday, August 27, 2025

মণিপুর নিয়ে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের আগুনের মাঝে গ্রেফতার করা হল আরও তিন অভিযুক্তকে। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছিল একজনকে। অশান্ত মণিপুরে বুধবার রাতে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও ভাইরাল হতেই চরম বিপাকে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। মণিপুরের অশান্তির ঘটনায় ৭৮ দিন পরে মুখ খুলতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোষীদের কঠোর শাস্তির কথাও বলেন তিনি। সেইমতো বৃহস্পতিবার থেকেই সেই ভিডিও দেখেই অভিযুক্তদের খুঁজতে শুরু করে পুলিশ। গতকালই একজনকে গ্রেফতারির খবর মেলে।এরপর বৃহস্পতিবার গভীর রাতে ধরা পড়ল আরও তিনজন। এইনিয়ে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন:মণিপুরের মহিলাদের উপর অ.ত্যাচারের ঘটনায় গ্রে.ফতার ৪, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

বুধবার রাতেই মণিপুরের এক চরম নিন্দনীয়, লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। ঘটনাটি গত ৪ মে ঘটেছে। দুই মাঝবয়সি মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হল আড়াই মাস আগে ঘটে যাওয়া সেই ঘটনার খবর এতদিন জানতই না মণিপুরের বিজেপি সরকার।এমনকি মণিপুরের অশান্তি নিয়ে কোনও কথাও তোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার সংসদের বাদল অধিবেশনের ঠিক আগের দিন এই ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ওঠে নিন্দার ঝড় । বিরোধীরাও এই প্রশ্নে সরব হন। সংসদের অধিবেশন শুরুর আগে এই ঘটনার তীব্র নিন্দা জানান খোদ প্রধানমন্ত্রী। বলেন, ‘এই ঘটনা সভ্য সমাজের লজ্জা।’ এমনকি নড়ে বসে সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘সরকার পদক্ষেপ না করলে আদালতই স্বতঃপ্রোদিত পদক্ষেপ করবে।’ এর পরেই মণিপুর পুলিশের তরফে জানানো হয়, ওই ভাইরাল ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের চিহ্নিতকরণ ও খোঁজার কাজ শুরু হয়। সক্রিয় হয়ে ওঠে মণিপুর পুলিশ। এরপরই শুরু হয় অভিযুক্তদের খোঁজে তল্লাশি। এই ঘটনায় এখনও অবধি গ্রেফতারির সংখ্যা দাঁড়াল চার।

অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, গত ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য হিংসার আবহে লুকিয়ে পড়েছিলেন বনে। পুলিশ তাঁদের উদ্ধার করলেও পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর দুই মহিলাকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। তাঁদের গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। পরে তিন মহিলা কোনওরকমে পালিয়ে যান।
ঘটনায় মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, ‘‘তদন্ত চলছে। যাঁরা এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত, তাঁদের সকলকে গ্রেফতার করা হবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলছি না।’’
পুলিশের দাবি, ঘটনায় মূল অভিযুক্ত ৩২ বছরের যুবককে বুধবার থৌবাল জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর সময় তিনিই নেতৃত্ব দিচ্ছিলেন।  উত্তেজিত জনতা তাঁর বাড়িও জ্বালিয়ে দিয়েছে। এমনিতেই গত দু’মাসের বেশি সময় ধরে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মণিপুর। হিংসার কারণে উত্তর-পূর্বের রাজ্যটিতে দেড়শোর বেশি মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ ঘরছাড়া। হিংসাদীর্ণ সেই মণিপুরেই মহিলাদের উপর এই নৃশংস বর্বরতার ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version