Saturday, August 23, 2025

বন্ধুত্বের প্রতিদান! এবার ভারতের UPI শ্রীলঙ্কাতেও, দুর্দিনে বিক্রমাসিংহের পাশে থাকার আশ্বাস মোদির

Date:

চরম আর্থিক অনটনের মাঝেও সে’দেশের পাশে প্রথম থেকে দাঁড়িয়েই সবরকম সাহায্যের ঘোষণা করেছিল ভারত (India)। আর এই খারাপ সময়ে পাশে থাকার জন্য ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল শ্রীলঙ্কা (Sri Lanka)। বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe)। আর সফরের দ্বিতীয় দিনেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। পাশাপাশি এদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিলেন বিক্রমাসিংহে। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি এদিন বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়। তারমধ্যে অন্যতম হল পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ (Pipeline) ও ইউপিআই সিস্টেম (UPI System)। জানা গিয়েছে, এখন থেকে শ্রীলঙ্কাতেও ব্যবহৃত হবে ভারতের ইউপিআই। তবে বিরোধীদের অভিযোগ, এসব করে আখেরে কী কিছু লাভের লাভ হবে? নাকি পুরোটাই দেশবাসীর কাছে ‘আইওয়াশ’? জনগণের কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের একাধিক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু এতে আর যাই হোক দেশের কোনও উপকারই হচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের।

তবে এদিনের দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, গত বছর থেকেই চরম অর্থকষ্টে জেরবার শ্রীলঙ্কা। তবে আগামীদিনে শ্রীলঙ্কার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ভারতের নেবারহুড ফার্স্ট নীতি এবং ‘SAGAR’ লক্ষ্যে শ্রীলঙ্কা ও ভারত গুরুত্বপূর্ণ দুটি স্থান। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে এদিন আমরা আমাদের ভাবনা নিয়ে আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি যে, নিরাপত্তা এবং উন্নয়নে ভারত ও শ্রীলঙ্কা একে অপরের সঙ্গে জড়িত। পাশাপাশি শ্রীলঙ্কায় ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে একটি চুক্তি করা হবে যাতে দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি আরও মজবুত হয়। নিরাপত্তা ক্ষেত্রে উন্নতির স্বার্থে দুই দেশ একযোগে কাজ করবে। এছাড়া পর্যটন, উচ্চশিক্ষা, ব্যাবসা সব ক্ষেত্র মিলিয়ে যাতে দুই দেশের আর্থিক উন্নতি হয় সে দিকে কড়া নজর রাখার কথা বলেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং আমি বিশ্বাস করি ভারতের দক্ষিণ অংশ থেকে শ্রীলঙ্কায় একটি পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ শ্রীলঙ্কায় শক্তির সংস্থানগুলির একটি সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করবে। এছাড়া গভীর সংকটের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনের কারণে ভারত সরকারকে ধন্যবাদও জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। বিদেশমন্ত্রক সূত্রে খবর, দু-দিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি. মুরলীধরন। তারপর পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শুক্রবার সকালে হায়দরাবাদ হাউসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version