Wednesday, November 12, 2025

‘মহা ডিগবাজি’! ২১ জুলাইয়ের মঞ্চে নেত্রীর সামনে বিগলিত শুভাপ্রসন্ন

Date:

পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল জয়ের পরেই ‘মহা ডিগবাজি’ শুভাপ্রসন্নর। নির্বাচনের আগে পর্যন্ত বিভিন্ন কথায় রাজ্যের শাসকদলকে নিশানা করে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন (Shubhaprasanna) একুশ জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমোর সামনে বিগলিত। ২০১১-র রাজ্য রাজনৈতিক পট পরিবর্তন সময় তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন তিনি। নানা কমিটির প্রধান, সদস্য সব পেয়েছেন ‘কাক শিল্পী’। কিন্তু আরও চাই! আর সেটা না পেলেই রাজ্যের শাসকদল এমনকী, তৃণমূল (TMC) সুপ্রিমোকে আক্রমণ করতেও পিছুপা হয়নি শুভাপ্রসন্ন। কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চে আবার সামনের সারিতে গিয়ে বসেছেন প্রবীণ শিল্পী। যে মুখ্যমন্ত্রীকে এত কথা বললেন, তাঁকে দেখেই নতমস্তক। একেবারে বিগলিত মূর্তি।

রাজনৈতিক মহলের প্রশ্ন, কী চাইছেন শুভা? দলে নিজের অবস্থান ঠিক করতে! না কি “আমি তোমাদেরই লোক” প্রমাণ করে আবার কোনও সুবিধা পাওয়া যায় কি না তার ফিকির খুঁজতে। আসল কারণ, পঞ্চায়েত ভোটে তৃণমূল বিপুল ভোটে জয় পাওয়ার পরেই ডিগবাজি শুভাপ্রসন্নের।

রাজ্যসভার তৃণমূলের ভোটার তালিকা প্রকাশ হয়, সেদিনই হঠাৎ করে রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে সরব হন শিল্পী শুভাপ্রসন্ন। এই দুটোর মধ্যে কোনও যোগাযোগ আছে কি না তা নিয়ে জোর চর্চা হয় রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোট নিয়ে ঠিক বলেছিলেন চিত্রশিল্পী? বলেন, “যে ভোট গণতন্ত্রের উৎসব সেখানে যদি এত প্রাণ যায় মানুষের, এই সংস্কৃতির যদি বদল না হয়, এখানে যা হয় সারা দেশে কোথাও হয় না।”

এর আগে ফেব্রুয়ারি মাসে ভাষা দিবসের অনুষ্ঠানেও বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভাপ্রসন্ন। এমনকী সরাসরি তৃণমূল সুপ্রিমোকেও আক্রমণ করতে পিছুপা হননি। অথচ এই তৃণমূল জমানাতেই বিভিন্ন কমিটির প্রধান পদে বসেছেন শুভাপ্রসন্ন। বহু সম্মান তিনি রাজ্য সরকারের থেকে পেয়েছেন। তখনও সে কথার করা জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র। রাজনৈতিক মহলের মতে, যেদিন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশিত হল, সেদিনই হঠাৎ রাজ্যের সংস্কৃতি পরিবর্তনের ডাক দিলেন কেন শুভাপ্রসন্ন? এই সব নিয়ে যখন বিভিন্ন মহলে জোর জল্পনা। তখনই ‘কাকশিল্পী’কে দেখা গেল মহাসমাবেশের মঞ্চের সমান। তৃণমূল নেত্রীকে দেখে একেবারে বিগলিত। শুভাপ্রসন্নর ‘মহা ডিগবাজি’র নিয়ে এক তুমুল চর্চা। অনেকেরই মতে, পায়ের তলার জমি হারানোর ভয়ে এবার গদগদ ভাব ‘কাকশিল্পী’র।

 

 

 

Related articles

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...
Exit mobile version