Sunday, August 24, 2025

ভেদাভেদ নয়, মাথার ওপর ছাদ, পেটের ভাত এটাই আসল: একুশের মঞ্চে জগদীশ বসুনিয়া

Date:

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) তৃণমূলের(TMC) বিপুল সাফল্যের পর ২১ জুলাই শহিদ দিবসে বাড়তি উন্মাদনা শহরে। তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে তিল ধারণের জায়গা নেই ধর্মতলা চত্বরে। বিশাল এই জনসমাগমের মাঝে একুশের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গে অশান্তির পরিবেশ সৃষ্টি করা বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেতা জগদীস বসুনিয়া।

এদিনের সভা থেকে বসুনিয়া বলেন, “উত্তরবঙ্গের মানুষ আজ বুঝতে পেরেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের কথা ভাবেন। তাঁদের সমস্যার কথা বোঝেন। তাঁর হাত ধরেই অনেক উন্নতি হয়েছে উত্তরবঙ্গের। কিন্তু তারপরও বিজেপির মতো কিছু শক্তি উত্তরবঙ্গের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তাঁরা সফল হয়নি।”

এদিন বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল কংগ্রেস নেতা জগদীস বসুনিয়া বলেন, উত্তরের মানুষকে বঞ্চনার কথা বলে উসকানি দেওয়া হয়। কয়েক বছর আগে এখানে কিছুই ছিল না। উত্তরবঙ্গ একটা জেলা ছিল। সেখানে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু তারপরও কিছু মানুষকে উসকানি দিচ্ছে বিজেপি। কিন্তু উত্তরের মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা তৃণমূল কংগ্রেসের পাশেই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি তাঁদের পূর্ণ আস্থা আছে। মানুষে মানুষে ভেদাভেদ নয়, মাথার ওপর ছাদ, পেটের ভাত এটাই আসল। এই জন্যই আজ তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আগামী চব্বিশের নির্বাচনে এ রাজ্য থেকে তৃণমূলকে বিয়াল্লিশে বিয়াল্লিশ করে বিজেপিকে উৎখাত করার ডাক দেন জগদীশ বসুনিয়া।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version