Sunday, May 11, 2025

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে বিরাট নজির গড়লেন কোহলি। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পোর্ট অফ স্পেনে ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচ খেলতে নামেন কোহলি। শুরুতেই বলে ছিলেন এই ম‍্যাচকে স্মরণীয় করতে চান তিনি। যেমন কথা তেমন কাজ। ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে খেলতে নেমে ওয়েস্ট-ইন্ডিজদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করলেন শতরান রান। প্রথম ইনিংস তাঁর শেষ হল ১২১ রানে। আর এই রান করেই একের পর নজির গড়লেনন বিরাট। টেস্টের রানসংখ্যায় টপকে গিয়েছেন বীরেন্দ্র সেহবাগ, জ‍্যাক কালিসকে। মাইলফলকের ম্যাচে বিরাটকে দেখে ভারতীয় মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ কোর্টনি ওয়ালশ। তিনি বিরাটকে রাখছেন সচিন তেন্ডুলকরের পরেই।

ওয়ালশ বলেছেন, ‘‘ভারতীয় সেরা তারকাদের মধ্যে আমি বিরাটকে রাখব সচিনের পরেই। সচিন বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন যার বিরুদ্ধে আমি খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিদের মধ্যে ব্রায়ান লারা, ভিভ রিচার্ডসদের আমি উপরের দিকে রাখব। অস্ট্রেলিয়ার কথা বলতে হলে আমি রিকি পন্টিং ও স্টিভ ওয়ার কথা বলব। ইংল্যান্ডের গ্রাহাম গুচ এবং পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ পড়বে একই পংক্তিতে। এঁরা প্রত্যেকে নিজেদের উইকেটের যে মূল্য দিত, সেটা এখন দেখতে পাই বিরাট কোহলির মধ্যে। ও কখনও হাল ছাড়ে না। তাই আমার দেখা সেরা চার বা পাঁচজন ক্রিকেটারের মধ্যে রাখতে চাই বিরাটকে।”

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন যেখানে শেষ করেছিলেন বিরাট। দ্বিতীয় দিন ঠিক সেই জায়গা থেকে শুরু করলেন তিনি। প্রথম দিন ৮৭ রানে অপরাজিত ছিলেন কোহলি। শতরান করতে বাকি ছিল ১৩ রান। আর দ্বিতীয় করলেন সেটা নিমিষে। এদিন শতরান করতেই একের পর এক নজির গড়েন তিনি। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শতরানের সুবাদে বিরাটের টেস্টে শতরান হল ২৯তম। আর তিন ফর্ম‍্যাট মিলিয়ে শতরান হল ৭৬তম। এদিন আরও একটি নজির গড়েনন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে পাঁচ নম্বরে উঠলেন তিনি। এই রানের সুবাদে বিরাটের এখনও পযর্ন্ত রান সংখ‍্যা দাঁড়াল ৫০০ ম্যাচে ২৫,৫৬১। এই তালিকায় সবার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান করেছেন তিনি।

আরও পড়ুন:আগ বাড়িয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা জয়ের, বেজায় চটেছে PCB

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...
Exit mobile version