Thursday, August 28, 2025

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শতরান করেন বিরাট কোহলি। তাঁর ইনিংস শেষ হয় ১২১ রানে। আর এই রানের সুবাদে নিজের ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে খেলতে নেমে একের পর এক নজির গড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। রেকর্ড নয়, সমালোচকদেরও মুখ বন্ধ করেন তিনি। যদিও বিরাট এসব নিয়ে ভাবতে রাজি নন। কোহলির কথায় পরিসংখ্যান নয়, দলের জন‍্য অবদান রাখতে পারলেই ভালো লাগবে।

দ্বিতীয় দিনের শেষে কোহলি বলেন,” দলের জন্য রান করতে চাই আমি। আমি ৫০ করলে লোকে বলে ১০০ করতে পারলাম না। ১২০ করলে বলে ২০০ করতে পারলাম না। এই ১৫ বছরের কেরিয়ারে এসব আমি আর মাথায় রাখি না। আমি কত রান করলাম সেটা কেউ মনে রাখবে না। আমি ম্যাচ জেতাতে পারলাম কি না সেটা মনে রাখবে। আমার সৌভাগ্য যে, আমি ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছি। ভাবিনি কখনও যে এটা হবে। এটা কঠিন পরিশ্রমের ফল। খেলার প্রতি আমার দায়বদ্ধতার ফলেই সব কিছু ফেরত পাচ্ছি।”

এরপরই কোহলি বলেন,” এখানে দর্শকরা দারুণ। তাঁরা দারুণ ভাবে খেলাটা উপভোগ করেন। আমি এই স্টেডিয়ামকে খুব ভালোবাসি। যখনই আমি এখানে আসি এবং এখানে খেলি, সেটা আমার কাছে খুব বড় ও আনন্দের বিষয় হয়। কারণ এটা আমার প্রিয় মাঠ গুলোর মধ্যে এটা। অ্যাডিলেড ও ওভাল হল আমার কাছে সবচেয়ে প্রিয় মাঠের অন্যতম। এই তালিকাতে জোহানেসবার্গও রয়েছে। কিছু মাঠ রয়েছ যে গুলো আপনাকে ঘরের মাঠের অনুভূতি দেয়। এগুলো হল তাদের মধ্যে অন্যতম।”

আরও পড়ুন:বিরাট সাক্ষাতে আপ্লুত ক‍্যারিবিয়ান উইকেটরক্ষকের মা, আবেগে কেঁদে ফেললেন তিনি

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version