ফের বাড়ছে যমুনার জলস্তর, চোখ রাঙাচ্ছে বিপ.দ!

গতকাল সন্ধে ৬টা নাগাদ জলস্তর পৌঁছয় ২০৫.৩৪ মিটারে, রাত ১১টা নাগাদ তা বেড়ে ২০৫.৪৫ মিটার হয়ে দাঁড়ায়

শুক্রবার থেকেই যমুনার জলস্তর বাড়তে (Water Level Increase) শুরু করেছে। এর চিন্তায় দিল্লিসহ (Delhi )উত্তর ভারত। গতকাল সন্ধে ৬টা নাগাদ জলস্তর পৌঁছয় ২০৫.৩৪ মিটারে, রাত ১১টা নাগাদ তা বেড়ে ২০৫.৪৫ মিটার হয়ে দাঁড়ায়। যার জেরে নিচু জলমগ্ন এলাকায় পুনর্বাসনের কাজে বিঘ্ন ঘটছে। আবার বিপদ পারবে না তো ,আশঙ্কা করছে দিল্লিবাসী।

হিমাচল প্রদেশ (Himachal Pradesh)এবং উত্তরাখণ্ডের অবিরাম বৃষ্টিতে গত দু-তিনদিন ধরেই যমুনার জলস্তর ওঠানামা করছে।প্রায় আট দিন ধরে বিপজ্জনক মাত্রায় প্রবাহিত হওয়ার পর, গত মঙ্গলবার রাত ৮টা নাগাদ জলস্তর নেমে আসে বিপদসীমার নীচে। যদিও এখনও একাংশ জলমগ্ন, সম্পূর্ণ স্থিতাবস্থা আসেনি।আজ শনিবার দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এবার দিল্লির উঁচু এলাকায় যদি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি রয়েছে তাঁদের পুনর্বাসনের কাজ বন্ধ হওয়ার আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই ২৭ হাজারের বেশি মানুষকে অন্যত্র স্থানান্তর করতে হয়েছে।

 

 

 

Previous articleপ্রেসক্রিপশন ছাড়া মিলবে না পে.ইন কি.লার, বিজ্ঞপ্তি জারি সরকারের
Next articleএনআরএস হাসপাতালে আ.গুন আ.তঙ্ক, ব্যাহ.ত পরিষেবা!