শহরাঞ্চলের গৃহহীন, ফুটপাতবাসী বা ভবঘুরেদের জন্য ১০৯ টি আশ্রয় কেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের

রাজ্য সরকার শহরাঞ্চলের গৃহহীন, ফুটপাতবাসী বা ভবঘুরেদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরির কাজে গতি আনতে উদ্যোগী হয়েছে। চলতি বছরেই সারা রাজ্যে এধরণের ১০৯টি আশ্রয় কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ৭০টি কলকাতায়।

জাতীয় শহর জীবিকা মিশনের আওতায় গোটা রাজ্যে এই ধরনের ৫৫টি আশ্রয়কেন্দ্র গড়ার কাজ শেষ হয়েছে। আরও ৪৪টি গড়ার ব্যাপারে সরকারি ছাড়পত্র পাওয়া গেছে বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে। যে সমস্ত গরীব-আশ্রয়হীন মানুষ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ফুটপাথে দিন কাটান তাঁদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে এই কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট প্রতিটি কেন্দ্র তৈরি করতে খরচ হবে প্রায় দেড় কোটি টাকা। সেখানে পরিচ্ছন্ন পরিবেশ, পরিস্রুত পানীয় জল, শৌচালয়ের সুবিধা থাকছে। পাশাপাশি তাঁদের নিয়মিত স্বাস্হ্য-পরীক্ষারও ব্যবস্থা থাকবে। পুরসভাগুলি নৈশ অভিযান চালিয়ে এই আশ্রয়ে থাকার উপযুক্ত মানুষদের চিহ্নিত করবে।

২০১১ সালের জনগণনা অনুযায়ী কলকাতায় ভবঘুরের সংখ্যা প্রায় হাজার তিরিশেক। তবে, তৎকালীন বাম সরকারের আমলের এই হিসেব নিয়ে দ্বিমত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি নতুন সমীক্ষা হয়। কলকাতা পুলিস সেই সমীক্ষা করে। দেখা যায়, ভবঘুরের সংখ্যা ৭২০০। কিন্তু শহরে ফুটপাতবাসীদের রাখার জন্য বর্তমানে যে নাইট শেল্টার আছে, তার শয্যাসংখ্যা মাত্র ৬৫০। তাই নতুন নাইট শেল্টার বাড়ানোর কাজে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- হাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ! কলকাতা মেডিক্যালে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা

Previous articleহাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ! কলকাতা মেডিক্যালে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা
Next articleএমার্জিং এশিয়া কাপের ফাইনালে হার ভারতের এ দলের, পাকিস্তানের কাছে ১২৮ রানের হারল যশ ধুলের দল