Sunday, January 11, 2026

হাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ! কলকাতা মেডিক্যালে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা

Date:

Share post:

হাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা। রোগী ওই অ্যাম্বুল্যান্সে সরাসরি পৌঁছে যাবেন ওয়ার্ডে। এই অ্যাম্বুল্যান্সে থাকবে প্রাথমিক চিকিৎসার জন্য অক্সিজেন-সহ অন্যান্য ব্যবস্থাও। সেই সঙ্গে মেডিক্যালে শুরু হয়েছে ‘রুটি অন হুইলস’। যেখানে হাসপাতালে থাকা রোগীর পরিজনদের রুটি, সবজি দেওয়া হচ্ছে। হাসপাতালের পাঁচ নম্বর গেটে ইতিমধ্যেই চালু হয়েছে এই পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন, সরকারি হাসপাতালে উন্নত পরিষেবা দিতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা আরও আধুনিক হয়েছে।

মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় রবিবার বলেন, হাসপাতালে অনেক সময় ট্রলি পাওয়া যায় না। আবার ট্রলি থাকলেও মেলে না ট্রলিবয়কে। তাই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই আধুনিক পরিষেবা চালু করা হচ্ছে। এ-জন্য ট্রায়াল-রানও হয়ে গিয়েছে। মেডিক্যালের সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ অঞ্জন অধিকারী বলেন, আমরা দেখেছি, রোগীর সঙ্গে আসা আত্মীয় এমনকী মহিলারাও ট্রলি টানছেন। চাই না এটা চলুক। মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন, হাসপাতালে পরিষেবার ক্ষেত্রে সকলকেই মানবিক হতে হবে। আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়েই ‘ই-অ্যাম্বুল্যান্স’ চালু করছি। এ ছাড়া শীঘ্রই সুপার স্পেশালিটি ব্লকে ই-প্রেসক্রিপশনস চালু হচ্ছে। অর্থাৎ রোগীর সব তথ্যই থাকবে কম্পিউটারে। রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, চিকিৎসায় গোল্ডেন কার্ড চালু করার। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে রাজ্যের সব হাসপাতালে নিঃখরচায় পরিষেবা মিলবে। ডাঃ সুদীপ্ত রায় বলেন, রাজ্য সরকারের সবুজসঙ্কেত পেলেই মেডিক্যাল কলেজে গোল্ডেন কার্ড চালু হয়ে যাবে। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এর ফলে টিকিট কাটার ঝামেলা থেকে রেহাই পাবেন রোগী।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে ড্র করে বিশেষ পুরস্কার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...