Tuesday, November 4, 2025

সিনেমায় বিধায়ক মদন মিত্র, প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক!

Date:

Share post:

রাজনীতির ময়দানে কালারফুল বয় হিসেবে নিজের একটা অন্য ইমেজ তৈরি করেছেন মদন মিত্র (Madan Mitra)। কখনও রাজনীতির ময়দানে মজাদার মন্তব্য, আবার কখনও হারমোনিয়াম নিয়ে রবীন্দ্র সংগীত(Rabindra Sangeet) গেয়েছেন। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে উজ্জ্বল কামারহাটির বিধায়কের (Kamarhati MLA) উপস্থিতি বারবার জল্পনার জন্ম দিচ্ছিল। সেটা সত্যি করে দেখিয়েছেন টলিউডের বর্ষীয়ান পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty)। আগামী শুক্রবার সিলভার স্ক্রিনে অভিনেতা মদন মিত্রের (Madan Mitra) আগমন। তার আগে প্রকাশ্যে ‘ওহ লাভলি’ (Oh Lovely)সিনেমায় বিধায়কের ফার্স্ট লুক।

বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি, কিন্তু রাজনীতির রঙ্গমঞ্চে বরাবরই রঙিন মদন মিত্র। বিধায়কের এলাকার লোকেরা জানেন যে দুর্গাপুজোর হুল্লোর হোক বা রথযাত্রায় বিশেষ আয়োজন সবেতেই এক ডাকে পাওয়া যাবে কামারহাটির বিধায়ককে। এমনিতে গান-বাজনার মধ্যে থাকতে ভালোবাসেন মদন মিত্র। নিজে বেশ কয়েকটি গান গেয়েছেন। তার আইকনিক ‘ওহ লাভলি’ এবার বাংলা সিনেমার গানে এবং নামে রূপান্তরিত হয়েছে। আর এই সিনেমাতেই অভিনয় আত্মপ্রকাশ মদন মিত্রের। সন্দীপ সাথী প্রযোজিত, সাথী ফিল্মস নিবেদিত হরনাথ চক্রবর্তীর আসন্ন ছবি ‘ওহ! লাভলি’ ছবির প্রথম লুক এবার চলে এল সবার সামনে। ছবিতে মুখ্য ভূমিকায় নবাগত নায়ক ঋক। ঋক অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে। নায়িকার ভূমিকায় রাজনন্দিনী পাল। ছবিতে হরনাথের বড় চমক বিধায়ক মদন মিত্র! তাঁর বলা জনপ্রিয় বার্তা দিয়েই ছবির নাম।

হরনাথ চক্রবর্তীর বক্তব্য, “এই ছবি সপরিবারে দেখার মতো। অনেক কিছুর শুভারম্ভ এই ছবি ঘিরে। ছবিতে সোশ্যাল মিডিয়া সেনসেশন মদন মিত্রকে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে। যদিও অভিনয়ের ক্ষেত্রে বেশ বলিষ্ঠ ছাপ রেখেছেন তিনি এই ছবিতে।” খরাজ মুখোপাধ্যায় এবং লাবনী সরকারের মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন মদন। আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।


 

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...