Wednesday, May 7, 2025

চ্যাম্পিয়ন হয়েও চ্যাম্পিয়নের মর্যাদা পাবে না মোহনবাগান সুপার জায়ান্টস। গত মরশুমে আইএসএল ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে সামনের মরশুমে আর চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামতে পারবেন না, হুগো বৌমোস, সুভাশিস বসুরা। ২০২২-২৩ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএলের নবম সংস্করণ পর্যন্ত এই টুর্নামেন্টের নিয়ম ছিল যেই দল আইএসএলের ফাইনাল জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এবার নতুন নিয়ম ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। যার ফলে চ‍্যাম্পিয়নের মর্যাদা রাখতে পারবে না তারা।

মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলেও, লিগ শিল্ড তারা জিততে পারেননি। নতুন নিয়ম অনুসারে, লিগ পর্বে যারা চ্যাম্পিয়ন হয় তারাই চ্যাম্পিয়ন হিসেবে পরের মরশুমে মাঠে নামে। যে দল যতবার চ্যাম্পিয়ন হয়, তাদের জার্সিতে ততগুলি তারা থাকে। ফলে মোহনবাগানের জার্সিতে এবারের চ্যাম্পিয়ন হলেও স্টার থাকছে না। গত মরশুমের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। তারা এই স্টার পরে নামতে পারবে।

আগামী মরশুমের জন্য অনুশীলন ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। রবিবার শহরে এসে গিয়েছেন বিশ্বকাপার জেসন কামিন্স। চলে এসেছেন হুগো বুমোস, ফ্লোরেন্টিন পোগবারা।

সোমবার ক্লোজডোর অনুশীলনের পাশাপাশি, ফুটবলারদের শারীরিক অবস্থাও পরীক্ষা করা হয়। মাঠে নেমেও হাল্কা গা ঘামান সবুজ-মেরুন ফুটবলাররা। কোচ জুয়ান ফেরান্দো ভিসা সমস্যা কাটিয়ে আগেই শহরে চলে এসেছেন। এবার রণকৌশল বদলে ফেলেছেন ফেরান্দো। ডিফেন্সে ব্রেন্ডন হ্যামিলকে রেখে দেওয়া হলেও, ছেড়ে দেওয়া হয়েছে স্লাভকো ডামজানোভিচকে।সার্বিয়ান তারকা এখন খেলছেন বেঙ্গালুরু এফসিতে। ছেড়ে দেওয়া তারকাদের তালিকায় রয়েছেন প্রীতম কোটালদের। ফ্লোরেন্টিন পোগবাকে এখনও সরকারিভাবে রিলিজ না করা হলেও তাঁকে যে স্প্যানিশ কোচ রাখবেন না, তা দিনের আলোর মত স্পষ্ট।

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন মহম্মদ সিরাজ?

 

Related articles

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...
Exit mobile version