Thursday, August 21, 2025

দোসর অতি বৃষ্টি! বিপর্য*স্ত হিমাচল থেকে উত্তরাখণ্ড,মুম্বইয়ে বন্ধ স্কুল,জলমগ্ন রাজধানীও

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই বাড়ছিল যমুনার জলস্তর। চলছিল বৃষ্টিও। বুধবার ভারী বৃষ্টির জেরে রাজধানীর বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই সঙ্গে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার ফের নতুন করে রাজধানীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। আগামী কয়েকদিন রাজধানীতে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। এর জেরে নতুন করে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে।

আরও পড়ুনঃউত্তরের পর এবার দক্ষিণবঙ্গেও ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস
বুধবার যমুনার জলস্তর আবার বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। প্রশাসনের তরফে নিচু জায়গাগুলিতে জারি হয়েছে সতর্কতা। উত্তরপ্রদেশের নয়ডা এবং গ্রেটার নয়ডারও পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা এবং হিন্দন নদী বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ৩১ হাজার বাসিন্দাকে ইতিমধ্যেই অন্যত্র সরানো হয়েছে। ১৬০০ হেক্টর জমি জলের নীচে চলে গিয়েছে।
রাজধানী ছাড়াও মহারাষ্ট্রতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মুম্বই, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের বহু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ে স্কুল, কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। রাতভর বৃষ্টিতে নাগপুরেরও বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

বৃষ্টিতে বিপর্যস্তা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশও।একটানা বৃষ্টির সঙ্গে চলছে ভূমিধস। দেরাদুন সহ উত্তরাখণ্ডের একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ধসের জেরে হৃষিকেশ যমুনোত্রী জাতীয় সড়ক-সহ উত্তরাখণ্ডের ২৪১টি সড়ক বন্ধ হয়ে গিয়েছে। সেগুলি পরিষ্কারের কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ২০০টি জেসিবিকে কাজে লাগানো হয়েছে। তুনি-টিহরী ৭০৭এ জাতীয় সড়ক এবং হৃষিকেশ বদ্রীনাথ জাতীয় সড়কও ধসের কারণে বন্ধ।


হিমাচল প্রদেশের শিমলা, সোলান, মান্ডি, সিরমুর, বিলাসপুর, কাংড়া, চম্বা, হামিরপুর এবং উনা জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...