Wednesday, August 27, 2025

লোকসভা নির্বাচনে (Loksabha elections) বিজেপি সরকারকে গদিচ্যুত করতে সব বিরোধী দল হয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) আয়োজনে বিহারের পাটনায় ১৫টি বিজেপি-বিরোধী দলের শীর্ষ নেতৃত্বরা বৈঠক করেন। এর পরে ১৭-১৮ জুলাই কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অংশ নেয় ২৬টি দল। দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । দ্বিতীয় বৈঠকে চূড়ান্ত হয় জোটের নাম হবে ‘ইন্ডিয়া’ (INDIA)। সেদিনই জানা গেছিল যে আগামী বৈঠক মহারাষ্ট্রে হতে চলেছে। এবার জানা গেল আগামী ২৫-২৬ অগস্ট মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে (Mumbai )‘ইন্ডিয়া’র বৈঠক হবে বলে চিন্তা ভাবনা চলছে।

এর আগে দুবারের বৈঠক আয়োজিত হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে। কিন্তু এবার বিজেপি সমর্থিত শিবিরে গেরুয়া বিরোধী জোটের বৈঠকের আয়োজন নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই বিরোধী জোটের নেতাদের একাংশ এই ‘বার্তা’ পাঠিয়েছেন। সকলের সম্মতি মিললে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বেঙ্গালুরুর বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জানিয়েছিলেন, মহারাষ্ট্রে পরবর্তী বৈঠকে ‘ইন্ডিয়া’র ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে। এখন নয়া জোটে চেয়ারপার্সন পদে কোন নাম ঘোষণা করা হয় এবং অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে পৃথক কমিটি গঠন করা হবে কিনা, সেই সব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মুম্বইয়ে।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version