এবার রাজ্যের বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পৃথক কলেজ তৈরীর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুরে ওই কলেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।রাজ্যের জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একথা জানান। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূলের দেবাশীষ কুমারের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই কলেজ তৈরির জন্য ইতিমধ্যে জমি হস্তান্তরের কাজ হয়ে গিয়েছে।দেশের মধ্যে এ ধরনের কলেজ এই প্রথম।

তিনি জানিয়েছেন, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যে ৭৪টি স্কুল রয়েছে। কিন্তু ১২ ক্লাস পাশ করার পরে উচ্চশিক্ষা নিতে চাইলে সমস্যায় পড়েন এধরনের ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের জন্য আলাদা কলেজ করার আবেদন জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সে ব্যপারে অনুমোদন দিয়েছেন।এই কলেজ তৈরি হলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্বনির্ভর হওয়ার পথ আরও সহজ হবে।
