Thursday, August 21, 2025

মণিপুর ইস্যুতে বিধানসভায় নিন্দাপ্রস্তাব তৃণমূলের, সোমে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গত ৩ মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর(Manipur)। উঠে আসছে একের পর এক ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা। মণিপুরের ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রেখে এবার বিধানসভায়(Assembly) নিন্দা প্রস্তাব আনতে চলেছে শাসকদল তৃণমূল(TMC)। এই মর্মে সম্প্রতি বিধানসভায় আবেদন জানিয়েছিলেন ৮ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, তাপস রায়, বিরবাহা হাঁসদা, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কল্লোল খান এবং অশোক কুমার দেব। তাতে সম্মতি দিয়ে শুক্রবার নিন্দা প্রস্তাব প্রসঙ্গে বিধানসভার তরফে সকল সদস্যকে অবগত করে এক বিজ্ঞপ্তি পেশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই নিন্দা প্রস্তাব উপলক্ষ্যে সোমবার বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মণিপুরের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে বিধানসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ মাস ধরে জ্বলছে মণিপুর। যার জেরে ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এই ঘটনা শুধু মণিপুরের ভাবমূর্তিই নয়, সমগ্র দেশের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ভয়াবহ হিংসার জেরে সাধারণ মানুষের মৌলিক অধিকার ব্যহত হচ্ছে। বিশেষ করে মহিলাদের উপর চলছে নারকীয় অত্যাচার। চলছে অগ্নিসংযোগ লুঠপাট। নৃশংস এই ঘটনা সামাল দিতে ব্যর্থ সেখানকার প্রশাসন। সম্প্রতি রাজ্যের শাসকদলের ৫ সদস্যের প্রতিনিধি দল মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষন করে জানিয়েছে সেখানকার বীভৎস অবস্থার কথা। সেখানকার জনজীবন বিপর্যস্ত, সবচেয়ে বেশি ভুক্তভোগী মহিলারা। এই অবস্থায় মণিপুরে ঘটে চলা অমানবিক নৃশংস কর্মকাণ্ডের জোরালো ভাষায় নিন্দা জানাচ্ছে বিধানসভা। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাচ্ছে মণিপুরে শান্তি ফেরাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। মণিপুরে শান্তি ও সম্প্রীতি ফেরানোর লক্ষ্যেই আগামী সোমবার এই নিন্দা প্রস্তাব পেশ হতে চলেছে বিধানসভায়।

spot_img

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...