Tuesday, January 13, 2026

মণিপুর ইস্যুতে বিধানসভায় নিন্দাপ্রস্তাব তৃণমূলের, সোমে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গত ৩ মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর(Manipur)। উঠে আসছে একের পর এক ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা। মণিপুরের ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রেখে এবার বিধানসভায়(Assembly) নিন্দা প্রস্তাব আনতে চলেছে শাসকদল তৃণমূল(TMC)। এই মর্মে সম্প্রতি বিধানসভায় আবেদন জানিয়েছিলেন ৮ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, তাপস রায়, বিরবাহা হাঁসদা, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কল্লোল খান এবং অশোক কুমার দেব। তাতে সম্মতি দিয়ে শুক্রবার নিন্দা প্রস্তাব প্রসঙ্গে বিধানসভার তরফে সকল সদস্যকে অবগত করে এক বিজ্ঞপ্তি পেশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই নিন্দা প্রস্তাব উপলক্ষ্যে সোমবার বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মণিপুরের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে বিধানসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ মাস ধরে জ্বলছে মণিপুর। যার জেরে ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এই ঘটনা শুধু মণিপুরের ভাবমূর্তিই নয়, সমগ্র দেশের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ভয়াবহ হিংসার জেরে সাধারণ মানুষের মৌলিক অধিকার ব্যহত হচ্ছে। বিশেষ করে মহিলাদের উপর চলছে নারকীয় অত্যাচার। চলছে অগ্নিসংযোগ লুঠপাট। নৃশংস এই ঘটনা সামাল দিতে ব্যর্থ সেখানকার প্রশাসন। সম্প্রতি রাজ্যের শাসকদলের ৫ সদস্যের প্রতিনিধি দল মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষন করে জানিয়েছে সেখানকার বীভৎস অবস্থার কথা। সেখানকার জনজীবন বিপর্যস্ত, সবচেয়ে বেশি ভুক্তভোগী মহিলারা। এই অবস্থায় মণিপুরে ঘটে চলা অমানবিক নৃশংস কর্মকাণ্ডের জোরালো ভাষায় নিন্দা জানাচ্ছে বিধানসভা। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাচ্ছে মণিপুরে শান্তি ফেরাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। মণিপুরে শান্তি ও সম্প্রীতি ফেরানোর লক্ষ্যেই আগামী সোমবার এই নিন্দা প্রস্তাব পেশ হতে চলেছে বিধানসভায়।

spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...