আচমকাই বাড়ল শ্বাসকষ্টের সমস্যা। ফের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya)। পরিবার সূত্রে খবর, আলিপুরের (Alipore) এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Former Chief Minister)। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। আর সেকারণেই দ্রুত অক্সিজেন সাপোর্টের প্রয়োজন বুদ্ধদেব ভট্টাচার্যের। আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে (ICU) প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে রক্তে অক্সিজেনের পরিমাণ কমেছে তাঁর।

তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা নতুনকিছু নয়। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এই বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডির সমস্যা রয়েছে। সেই কারণেই তাঁকে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকতে হয়।