Thursday, August 28, 2025

দলীয় শৃঙ্খলা র*ক্ষায় ক*ড়া পদক্ষেপ তৃণমূলের, শোকজ করা হল হুমায়ুন কবীরকে

Date:

দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ তৃণমূলের (TMC)। দল বিরোধী মন্তব্য করার জন্য শোকজ করা হল ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। আগেই বিধানসভায় হুমায়ুন কবীরের ভূমিকার সমালোচনা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেষ পর্যন্ত তাঁকে শো-কজের চিঠি পাঠাল তৃণমূল রাজ্য নেতৃত্ব।

বৃহস্পতিবার, বিধানসভার অধিবেশনে বক্তৃতায় নাম না করে ভরতপুরের দলীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মুর্শিদাবাদের রেজিনগরে আমাদের দলের এক জন আছেন, যিনি মাঝেমধ্যেই হুঙ্কার দেন। গুন্ডামি করেন। আমাদের দলে থাকলেও তাঁর কাজকর্মকে আমি সমর্থন করি না।‘‘ এর পরই হুমায়ুনের শাস্তি এক প্রকার নিশ্চিত হয়ে যায়। সূত্রের খবর, শনিবারই তৃণমূলের রাজ্য সভাপতির তরফে শো-কজের চিঠি পান হুমায়ুন। তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে হুমায়ুনকে শো-কজ করা হয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়ও।

হুমায়ুন কবীর জানান, “দল আমাকে সাত দিনের মধ্যে উত্তর দিতে বলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দলকে জবাব দেব। তার পর দল যা সিদ্ধান্ত নেবে।” বর্তমানে বিধানসভার ২টি স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক । ‘পেপার লেড স্ট্যান্ডিং কমিটি’-র চেয়ারম্যান এবং বিদ্যুৎ দফতরের স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। সে কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়ে দিয়েছেন বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়। শোকজের পরে হুমায়ুনকে কমিটির দায়িত্ব থেকেও সরানো হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version