Tuesday, November 11, 2025

দলীয় শৃঙ্খলা র*ক্ষায় ক*ড়া পদক্ষেপ তৃণমূলের, শোকজ করা হল হুমায়ুন কবীরকে

Date:

দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ তৃণমূলের (TMC)। দল বিরোধী মন্তব্য করার জন্য শোকজ করা হল ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। আগেই বিধানসভায় হুমায়ুন কবীরের ভূমিকার সমালোচনা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেষ পর্যন্ত তাঁকে শো-কজের চিঠি পাঠাল তৃণমূল রাজ্য নেতৃত্ব।

বৃহস্পতিবার, বিধানসভার অধিবেশনে বক্তৃতায় নাম না করে ভরতপুরের দলীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মুর্শিদাবাদের রেজিনগরে আমাদের দলের এক জন আছেন, যিনি মাঝেমধ্যেই হুঙ্কার দেন। গুন্ডামি করেন। আমাদের দলে থাকলেও তাঁর কাজকর্মকে আমি সমর্থন করি না।‘‘ এর পরই হুমায়ুনের শাস্তি এক প্রকার নিশ্চিত হয়ে যায়। সূত্রের খবর, শনিবারই তৃণমূলের রাজ্য সভাপতির তরফে শো-কজের চিঠি পান হুমায়ুন। তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে হুমায়ুনকে শো-কজ করা হয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়ও।

হুমায়ুন কবীর জানান, “দল আমাকে সাত দিনের মধ্যে উত্তর দিতে বলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দলকে জবাব দেব। তার পর দল যা সিদ্ধান্ত নেবে।” বর্তমানে বিধানসভার ২টি স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক । ‘পেপার লেড স্ট্যান্ডিং কমিটি’-র চেয়ারম্যান এবং বিদ্যুৎ দফতরের স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। সে কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়ে দিয়েছেন বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়। শোকজের পরে হুমায়ুনকে কমিটির দায়িত্ব থেকেও সরানো হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version