Monday, May 5, 2025

আজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের

Date:

আজ বার্বাডোজে ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম ম্যাচে কুলদীপ-জাদেজা জুটির ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে যায় ক‍্যারিবিয়ানদের ব্যাটিং বিভাগ। নতুন বলে মুকেশ কুমার, শার্দূল ঠাকুর উইকেট নেওয়ায় জাদেজা, কুলদীপদের কাজটাও সহজ হয়ে যায়। সম্ভবত একই চরিত্রের উইকেটেই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে ভারতীয়দের। ত্রিনিদাদে যাওয়ার আগে শনিবার বার্বাডোজেই ম‍্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপ মহড়ায় বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং বিভাগেও কিছু পরীক্ষা নিরীক্ষা সেরে নিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচে উন্নত ব্যাটিং পারফরম্যান্স চায় দল। কয়েক জনের কাছে এই সিরিজ পরীক্ষার মঞ্চ। যেমন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সুযোগ পেয়েও তাঁর টি-২০ ফর্ম পঞ্চাশ ওভারের ফর্ম‍্যাটে এখনও দেখাতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজে শূন্যের হ্যাটট্রিক করা সূর্যকে বৃহস্পতিবার প্রথম ম্যাচে তিনে খেলানো হয়। অল্প রানের টার্গেটের লক্ষ্যে ভাল শুরু করেও ১৯ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের ব্যাটারেই আস্থা রাখবে দল, নাকি সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হবে, তা স্পষ্ট নয়। সঞ্জু অবশ্য আশাবাদী, তিনি বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ পাবেন। সেটা শনিবারের ম্যাচেই নাকি অপেক্ষা আরও বাড়ে, সেটাই দেখার।

লোকেশ রাহুল ফিট হলে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিনিই বিশ্বকাপের দলে প্রথম পছন্দ হবেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের। কিন্তু ঈশান কিষান ও সঞ্জুর মধ্যে একজন দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন। এই লড়াইয়ে ঈশান এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে। টেস্ট অভিষেকে অর্ধশতরান করার পর বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ান ডে-তে দাপুটে ৫২ রানের ইনিংস খেলেছেন। শুভমন গিল বা হার্দিক পান্ডিয়াদের নিয়ে অবশ্য কোনও প্রশ্নচিহ্ন নেই। বিশ্বকাপ দলে তাঁরা অটোমেটিক চয়েস।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর রবীন্দ্র জাদেজা। সিরিজের প্রথম ম্যাচে সেটা ফের প্রমাণ করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। বল হাতে তিন উইকেটের পর ব্যাট হাতে ১৬ নট আউট থেকে ম্যাচ শেষ করে ফিরেছেন। অন্যদিকে, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। জেসন হোল্ডারদের বিশ্বকাপে না থাকার যন্ত্রণার ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পারত ভারতের বিরুদ্ধে এই সিরিজ। শনিবার সাই হোপ, সিমরন হেটমেয়াররা কোনও চমক দিতে পারেন কি না, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:অক্টোবরে শুরু ক্রিকেট বিশ্বকাপ, কবে থেকে শুরু টিকিট বিক্রি?

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version