দ্বিতীয় একদিনের ম‍্যাচে নেই রোহিত-বিরাট, নেতা হার্দিক

এই ম‍্যাচে ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিকে।

আজ বার্বাডোজে ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামে ভারতীয় দল। এই ম‍্যাচে ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিকে। দুই ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম‍্যানেজমেন্ট। রোহিত এবং কোহলির জায়গায় দলে এসেছেন সঞ্জু স্যামসন এবং অক্ষর প‍্যাটেল।

এদিন টস করতে এসে দুই ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া নিয়ে হার্দিক বলেন,” রোহিত এবং বিরাট একটানা ক্রিকেট খেলে চলেছে। তাই এই ম্যাচে ওরা বিশ্রাম নিয়েছে, যাতে তৃতীয় ম্যাচে আবার তরতাজা হয়ে নামতে পারে।”

এদিন টসে হেরে যান হার্দিক। প্রথম বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে হার্দিক বলেন,” আমরা প্রথমে ব্যাট করার কথাই চিন্তা করছিলাম। দেখতে চাই এধরনের পিচে কত রান তুলতে পারি। আমার ধারণা, এধরনের পিচে অসমান বাউন্স রয়েছে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।”

আরও পড়ুন:আজ মোহনবাগান দিবস, সুনীলের হাত দিয়ে প্রকাশিত সুব্রতর আত্মজীবনী

 

Previous articleবুদ্ধদেবের শারীরিক অবস্থা কেমন? কী জানাল মেডিক্যাল বোর্ড
Next articleএকাধিক বিষয়ে ফাঁকা আসন! পড়ুয়া পেতে ফের খুলল ভর্তির পোর্টাল