Monday, August 25, 2025

ধর্ম পরিবর্তন করে নাসরুল্লাকে বিয়ে করেছ্ন।এবার অঞ্জুকে থাকার জন্য জমি এবং জীবিকা নির্বাহের জন্য চাকরিও দেওয়া হল।সাংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে।জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় থাকার জন্য অঞ্জুকে একটি জমি দান করেছেন সেখানকারই এক বড় ব্যবসায়ী। শুধুমাত্র এখানেই শেষ নয়, পাক স্টার গ্রুপ অফ কোম্পানিজ-এর সিইও মহসীন খান আব্বাসি নিজে নাসরুল্লার বাড়ি গিয়ে অঞ্জুকে তাঁর সংস্থায় চাকরির প্রস্তাবপত্রও দিয়ে এসেছেন। আব্বাসি দাবি করেছেন, তাঁদের সংস্থার বোর্ডের সদস্যরা অঞ্জুকে একটি জমি দান করেছেন। শুধু তাই-ই নয়, পাকিস্তানে অঞ্জুর নথিপত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষ হলেই তাঁকে ওই সংস্থায় চাকরি দেওয়া হবে। তার বিনিময়ে তাঁকে মোটা অঙ্কের বেতনও দেওয়া হবে।

আব্বাসি আরও দাবি, অঞ্জুকে ২৭২ বর্গফুট জমি দেওয়া হয়েছে। ৫০ হাজার পাকিস্তান রুপি, এ ছাড়াও বেশ কিছু উপহারও দেওয়া হয়েছে। পাকিস্তানে অঞ্জুকে স্বাগত জানাতেই এ সবেই আয়োজন করা হয়েছে। পাখতুনখোয়ার অন্য ব্যবসায়ীদেরও আব্বাসি আবেদন করেছেন, তাঁরা যেন অঞ্জুকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁর কথায়, “অঞ্জুর যেন কোনও ভাবেই মনে না হয়, এটি ওঁর বাড়ি নয়। তাই ওঁকে খুশি রাখার সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে।”

যদিও অঞ্জুর প্রেমিক নাসরুল্লা দাবি করেছেন, ভিসার মেয়াদ শেষ হলেই অঞ্জু ভারতে ফিরে যাবেন। সেখান থেকে সন্তানদের নিয়ে আবার পাকিস্তানে ফেরত আসবেন। নাসরুল্লা আরও দাবি করেছেন, অঞ্জুকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। খুব শীঘ্রই তা মঞ্জুর হবে।

অবশ্য, তাঁকে এবং নাসরুল্লাকে নিয়ে যে সব খবর প্রকাশ্যে আসছে, তার পরেও সেগুলিকে মিথ্যা বলে দাবি করেছেন অঞ্জু। তাঁর দাবি, নাসরুল্লার সঙ্গে বিয়ে হয়নি তাঁর। ধর্মও বদলাননি তিনি। খুব শীঘ্রই ভারতে ফিরবেন তিনি। বিয়ে এবং ধর্ম পরিবর্তনের কথা অঞ্জু অস্বীকার করলেও তাঁর প্রেমিক কিন্তু দাবি করছেন, অঞ্জুর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে তাঁর। অঞ্জু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version