এখনও সং.কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, ইনভেসিভ ভেন্টিনেশনেই চলছে চিকিৎসা

গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ট্রাকিওস্টমি শুরু করা হয়। তাতে অবস্থার সমান উন্নতি হলেও এখনও বিপ.দ কাটেনি। 

একদিকে বাইল্যাটারাল নিউমোনিয়া (Bilateral pneumonia) অন্যদিকে রাতেই মিক্সড রেসপিরেটরি ফেলিওর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের চিন্তা বাড়ছে। শনিবার দুপুরে আচমকায় গুরুতর অসুস্থ বোধ করলে তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya)। শ্বাসকষ্ট জনিত সমস্যার পাশাপাশি ফুসফুসের সংক্রমণের কারণে চিকিৎসকেরা খুব একটা সন্তোষ প্রকাশ করছেন না। হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিকভাবে তাঁকে নন-ইনভেনসিভ সাপোর্টে (Non-invasive ventilation) রাখা হয়। কিন্তু তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। সেই জন্যই রাত গতকাল রাত ১১ টা নাগাদ ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Former CM)।মাল্টি ড্রাগ রেজিস্টান্ট ব্যাকটেরিয়ার সমস্যা থাকায় তাঁকে বেছে বেছে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে বলেছে চিকিৎসকেরা জানিয়েছেন। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ট্রাকিওস্টমি শুরু করা হয়। তাতে অবস্থার সমান উন্নতি হলেও এখনও বিপদ কাটেনি।

শনিবার তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) পাম এভিনিউ এর বাড়ি থেকে গ্রিন করিডোর করে উডল্যান্ডস হাসপাতালে আইসিইউ-তে (ICU) ভর্তি করা হয়। সেই সময় প্রথম তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নেমে গেলে দ্রুত সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এরপর তাঁকে নন-ইনভেসিড ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু আশঙ্কা সত্যি করে কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থার অবনতি হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। গত কয়েকদিন ধরে জ্বর এবং ফুসফুসের সংক্রমণ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে রেখেছিল। হাসপাতালের তরফে সাত সদস্যের মেডিক্যাল টিমে রয়েছেন, পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন, মেডিসিনের চিকিৎসকেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য তৈরি মেডিক্যাল বোর্ডে রয়েছেন, কৌশিক চক্রবর্তী, ধ্রুব ভট্টাচার্য, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, আশিস পাত্র, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল। গতকাল বিকেলেই হাসপাতালে ফোন করে সমস্ত খবরাখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন বাম নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও।

 

 

 

Previous article‘সুরসিক বার্নার্ড শ’, উৎপল সিনহার কলম
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ