Monday, August 25, 2025

মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে তীব্র আ.ক্রমণ করে টুইট তৃণমূল সুপ্রিমোর

Date:

মণিপুর (Manipur) নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, সন্ধেয় নিজের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেন মমতা। সেখানেই নাম না করে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

দুদিনের মণিপুর সফর সেরে রবিবারেই ফেরেন INDIA- জোটের প্রতিনিধিরা। দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। সাংবাদিকদের সুস্মিতা জানান, মণিপুরের মানুষ মোদির মৌনতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরেই টুইটে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন,

“মণিপুর থেকে হৃদয় বিদারক পরিস্থিতি শুনে আমি গভীরভাবে ব্যথিত। মানুষের জীবন নিয়ে কখনই ঘৃণার, যন্ত্রণার পরীক্ষা করা উচিত নয়। তবুও, ক্ষমতায় যারা আছে, তারা নীরবতা। INDIA মানবতার মাধ্যমে ক্ষত সারিয়ে মানবতার শিখা জ্বালাবে। আমি মণিপুরের সাহসী ভাই ও বোনদের মানবতার স্বার্থে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি। সম্পূর্ণ সমর্থন এবং সমবেদনা প্রকাশ করছি।“

প্রথম থেকে মণিপুরের হিংসা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নারী নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। প্রথমেই হিংসা দীর্ণ মণিপুরে যায় তৃণমূলের প্রতিনিধিদল। পরে INDIA- জোটের মুখ্যমন্ত্রীদের সেখানে যাওয়ার জন্য প্রস্তাব দেন মমতা। নিজেও যেতে চান মণিপুরে। কিন্তু এতজন মুখ্যমন্ত্রী একসঙ্গে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রসঙ্গ ওঠে। এর পরেই যায় INDIA-জোটের প্রতিনিধিদল। তাঁদের ফেরার পরেই মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রবল উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ফের পাকিস্তানে ভয়াবহ বি.স্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version