Tuesday, December 16, 2025

মোদির নীরবতা নিয়ে ক্ষো.ভে ফুঁসছে মণিপুর: দিল্লি ফিরে জানালেন সুস্মিতা

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মণিপুরের নির্যাতিতারা। INDIA- জোটের মহিলা প্রতিনিধিদের কাছে নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা। দুইদিনের মণিপুর সফরের পরে রবিবার রাজধানীতে ফিরে একথা জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)।

সুস্মিতা দেব জানান, “আমরা যখন মণিপুরে পৌঁছেছি স্থানীয়রা আমাদের আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন। তাঁরা ভাবতেই পারেননি বিরোধীরা পার্লামেন্টে মণিপুর ইস্যুকে নিয়ে এতটা সরব হবে।” নিজেদের মধ্যে যতই সংঘর্ষ থাক, নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে কুকি এবং মেইতেই দুই পক্ষই তুলোধনা করছে। মণিপুরে নির্যাতিতাদের প্রশ্ন, ,”মণিপুরের এই শোচনীয় পরিস্থিতির কথা কি দেশের প্রধানমন্ত্রী জানেন না? মোদির কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট নেই? সব জেনেও প্রধানমন্ত্রী এতদিন চুপ রয়েছেন কেন!”

জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল দেখা করে মণিপুর কাণ্ডের নির্যাতিতা মহিলার পরিবারের সঙ্গে। ধর্ষণ করে খুন করা মহিলার মাকে। ইন্ডিয়া জোটের মহিলা সাংসদদের কাছে কাঁদতে কাঁদতে সাহায্যের অনুরোধ করেছেন তিনি। স্বামী ও ছেলের দেহ দেখতে চান, যাঁদের সেদিনই খুন করা হয়েছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব দেখা করেছেন, বিবস্ত্র করে হাঁটানো মহিলার সঙ্গেও। রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নির্যাতিতা মহিলা জানিয়েছেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও এতদিন পরেও ওই ঘটনার কোনও তদন্ত কমিটি গঠন করলেন না। যে বিষয়টি বিরোধীরা পার্লামেন্টে তুলল, সারা দেশ দেখলো, সেটা নিয়ে নাকি প্রধানমন্ত্রীর কাছে খবর ছিল না এটা কি বিশ্বাসযোগ্য?”

একের পর এক ত্রাণ শিবির ঘোরার পর ইন্ডিয়া জোটের সাংসদদের অভিজ্ঞতা, এখন আর আলাদা করে কুকি বা মেইতেই নয়, উভয় পক্ষই চাইছে এলাকার শান্তি। রাজ্য বা কেন্দ্র কারও উপরেই খুশি নয় তারা। এলাকার নির্যাতিতা মহিলাদের একটাই বক্তব্য, পুলিশের চোখের সামনে সবকিছু ঘটার পরেও সে খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছল না, এটাই অবিশ্বাস্য।

 

 

 

Related articles

Messi-mess: নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপের পদত্যাগের ইচ্ছেকে সমর্থন মুখ্যমন্ত্রীর, ক্রীড়া দফতর থাকছে মমতার হাতে

নিরপেক্ষতা বজায় রাখতে যুবভারতীতে (VYBK) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ...

দেশে ফেরানো হল গোয়ার ‘অভিশপ্ত’ নৈশক্লাবের মালিক লুথরা ব্রাদার্সকে

থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হল উত্তর গোয়ার (Goa) 'অভিশপ্ত' নৈশক্লাবের দুই মালিক—'লুথরা ব্রাদার্স' ওরফে সৌরভ ও গৌরব...

আদৌ কি টলিপাড়ায় সমকামী বিয়ে হয়েছে? ‘অকারণ গুঞ্জন’ নিয়ে মন্তব্যে নারাজ সুচন্দ্রা!

দিন কয়েক আগেই খবরে প্রকাশ টলিপাড়ার প্রথম সমকামী বিয়ের (Samesex marriage) কথা। জানা যায় ছোট পর্দার দুই জনপ্রিয়...

১০০০ কোটি ডলারের মামলা দায়ের! বিবিসি-র ভুলে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মিথ্যা, উস্কানিমূলক খবর পরিবেশনের অভিযোগ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-র বিরুদ্ধে...
Exit mobile version