কর্তব্যরত চিকিৎসককে মার.ধর, কর্মবিরতিতে মালদহ মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা

রোগী মৃত্যুতে ধুন্ধুমার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Maldah Medical College Hospital) । সাপের কামড়ে রোগী মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি মালদহে। হাসপাতালের গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। এরপর তাঁরা জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) উপর চড়াও হয়ে তাঁদের মারধর করেন বলে পাল্টা অভিযোগ করছেন চিকিৎসকরা।

সূত্র বলছে সাপের কামড়ে রোগীর মৃ্ত্যু ঘিরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর। তিন জুনিয়র চিকিৎসককে মারধরেরও অভিযোগ উঠেছে মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। আপাতত কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

 

 

 

Previous articleআজ মণিপুর নিয়ে বিধানসভায় নি.ন্দা প্রস্তাব, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী
Next articleবুদ্ধদেবের সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্টে নিউমোনিয়ার লক্ষণ