Thursday, August 28, 2025

আজ মণিপুর নিয়ে বিধানসভায় নি.ন্দা প্রস্তাব, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

Date:

জাতিদাঙ্গার আগুনে পুড়ছে মণিপুর (Manipur)। কিন্তু লোকসভায় এই নিয়ে কোনও বিবৃতি দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইতিমধ্যেই বিরোধী জোট ইন্ডিয়ার (INDIA) ২১ সদস্যের প্রতিনিধি দল দুদিনের সফরে মণিপুর (Manipur )গিয়েছিলেন। সেখানে নির্যাতিতার পরিবারের সুবিচারের দাবি নিয়ে মণিপুরের রাজ্যপালের কাছে সোচ্চার হন তাঁরা। দিল্লিতেও অনাস্থা প্রকাশ করা হয়েছে। এবার রাজ্য বিধানসভায় আজ সোমবার নিন্দা প্রস্তাব আসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রস্তাব আনা হবে বলে গত শুক্রবার সকলকে জানিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। আজ উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুর নিয়ে আলোচনা পর্বে তিনি বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে।

গত শনিবার ইন্ডিয়া তরফে একটি দল গিয়ে মণিপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রবিবার সন্ধ্যায় যুব তৃণমূলের পক্ষ থেকে মণিপুরের ঘটনার প্রতিবাদে একটি মিছিল করা হয়। উত্তর-পূর্বের রাজ্য থেকে প্রতিনিধি দল ফেরার পর একটি মর্মস্পর্শী টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী(CM)। তিনি লেখেন, ‘ওই রাজ্যের ঘটনাগুলি শুনে আমার হৃদয়তন্ত্রীতে ঝড় উঠেছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং নিষ্ঠুরতা কখনোই মেনে নেওয়া যায় না।’ তৃণমূল কংগ্রেস সহ দেশের বিজেপি বিরোধী বাকি দলগুলিও মোদি- শাহ সরকারের অপদার্থতার দিকেই আঙুল তুলছে। সবমিলিয়ে ঘরে বাইরে লোকসভা নির্বাচনের আগে মণিপুর নিয়ে যথেষ্ট চাপে কেন্দ্র সরকার। উত্তর-পূর্বের এই রাজ্যে কি আদৌ শান্তি ফিরবে, এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।

 

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version