Wednesday, November 12, 2025

শিশুপা.চারে দেশের শীর্ষে ‘ডাবল ইঞ্জিনের’ উত্তরপ্রদেশ, পিছিয়ে নেই বিহার-অন্ধ্রপ্রদেশও

Date:

যত ঘটনা ‘ডাবল ইঞ্জিনের’ রাজ্য যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। জল চাওয়ায় প্রতিবন্ধীকে মারধোর করার ভিডিওটি ভাইরাল হওয়ার দিনেও আরও একটি তথ্য দেখিয়ে দিচ্ছে প্রশাসনিক দিক থেকে কোথায় নেমেছে বিজেপির উত্তরপ্রদেশ। শিশুপাচারে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে যোগীর উত্তরপ্রদেশের নাম। উত্তরপ্রদেশের সঙ্গেই রয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশ।

নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর চিলড্রেন ফাউন্ডেশন ও একটি অসরকারি সংস্থার যৌথ উদ্যোগে হওয়া একটি সমীক্ষায় ধরা পড়েছে এই উদ্বেগের ছবি। শিশুপাচারের এই তথ্যর দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি কোভিড পরিস্থিতির আগে। আর অন্যটি কোভিড পরিস্থিতির পরে। আর সেখানেই ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। রাজধানী দিল্লিতেও শিশুপাচার বেড়ে ৬৮ শতাংশ। সমীক্ষাটি হয়েছে ২১টি রাজ্যের ২৬২টি জেলাকে নিয়ে। সেখান থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং অন্ধ্রপ্রদেশ হল সেই শীর্ষ তিনটি রাজ্য যেখানে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সর্বাধিক সংখ্যক শিশু পাচার হয়েছে। এই সময়ের মধ্যে ১৩৫৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে প্রতিবেদনের তথ্য অনুসারে জানা গিয়েছে, এদের ৮০ শতাংশের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। ৯-১২ বছর বয়সি রয়েছে ১৩ শতাংশ এবং ৯ বছরের কম ২ শতাংশের বেশি।

এই তিনটি রাজ্যে শিশুপাচারের সংকটের যে চিত্র নোবেলজয়ী সত্যার্থীর সংস্থা এবং একটি বেসরকারি সংস্থা তুলে ধরেছে তাতে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে শিশুপাচারে ‘হটস্পট’ হিসাবে জয়পুর শহরকে দেখানো হয়েছে। একইসঙ্গে চারটি এলাকা রয়েছে দিল্লিতে।

আরও পড়ুন- আরও বাড়ছে খরচ! এবার পড়ুয়াদের ঘাড়েও জিএসটির বোঝা চাপাল কেন্দ্র

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version