Sunday, November 16, 2025

মন্তব্য কীসের ইঙ্গিত! কবিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দেবাংশুর

Date:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) বিভিন্ন সময়ের পর্যবেক্ষণ নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল হয়েছে। বিশেষ করে এজলাসে বসে তাঁর কথা মন্তব্য ঘিরে শাসক-বিরোধী তরজায় খরচ হয়েছে অনেক নিউজ প্রিন্ট-এয়ার টাইম। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সময়ের করা মন্তব্যের কোলাজ নিজের ফেসবুক পেজে (Face book Page ) পোস্ট করলেন তৃণমূলের (TMC) আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharjee)। সঙ্গে কবিতা লিখে তীব্র কটাক্ষ করেন তিনি।

ছবি পোস্ট করে দেবাংশু লেখেন,
“আস্তে আস্তে খুলছে মুখোশ
নগ্ন হয়েছে ন্যায়ের রূপ..
মুখ খোলো যদি, ভীষণ শাস্তি!
তাইকি আমরা রয়েছি চুপ?”

কী প্রেক্ষিতে এই কবিতা?
বিভিন্ন সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বিভিন্ন মন্তব্য করেন। কখনও তিনি প্রধানমন্ত্রীর কাছে সিবিআইয়ের বিরুদ্ধে নালিশ করতে চান, কখনও যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া নিতে বলেন, আবার কখনও বাংলার সরকারি স্কুল আদানির কাছে বেচে দিতে বলেন। এর থেকেই প্রমাণ হয়, গেরুয়া লাইনেই চলছেন তিনি- অভিযোগ রাজনৈতিক মহলের। সেই কথার ইঙ্গিতই নিজের পোস্টে দিয়েছেন দেবাংশু। একই সঙ্গে গত বছর করা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যের কথাও লেখেন তৃণমূলের যুব নেতা। সেখানে তিনি প্রয়োজনে গান্ধী পরিবারের সম্পত্তির হিসেব চাওয়ার কথা বলেন- যেটা বিজেপি নেতাদের মুখের বুলি। এই সব দেখেই তাঁর সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন শাসকদলের নেতারা। কটাক্ষ করে কবিতা লেখেন দেবাংশু।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version