Tuesday, December 30, 2025

প্রতারণার অভিযোগে কাঠগড়ায় নুসরত, ইডি-র কাছে অভিযোগ দায়ের

Date:

Share post:

প্রতারণার অভিযোগ উঠল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে। ফ্ল্যাট দেওয়ার নাম করে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে ইডির কাছে অভিযোগ জমা দিয়েছেন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক। সোমবার, ইডির দফতরে হাজির হয়ে নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের কেন তাঁরা।

অভিযোগ, গড়িয়াহাট রোডে মেসার্স ৭ সেন্স ইনফাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন এই ৪২৯ জন। সংস্থার তরফে মোট ২৪ কোটি টাকা তোলা হয়েছিল। সেই সংস্থায় নুসরতের পাশাপাশি রাকেশ সিং ও তাঁর স্ত্রীর নামও ডিরেক্টর হিসেবে রয়েছে। ২০১৪ সালে নুসরত জাহানের ওই সংস্থা ৩ বিএইচকে ফ্ল্যাটের অগ্রিম বাবদ ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে ৪২৯ জনের কাছ থেকে নিয়েছিল বলে অভিযোগ। সেই সময় ওই সংস্থা প্রতিশ্রুতি দেয়, রাজারহাট হিডকোর (Hidco) কাছে ৫০০ কাঠা জমি কিনে সেখানে ফ্ল্যাট করে দেওয়া হবে। ৩ বছরের মধ্যেই ফ্ল্যাটগুলি হস্তান্তর করা হবে।

সোমবার সন্ধেয় ED-র দফতরে হাজির হন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক। তাঁদের অভিযোগ, ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দেওয়ার পরেও প্রায় ৯ বছর পার, আজও ফ্ল্যাট পাননি কেউই। অভিযোগ, যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই নুসরত-সহ ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত নামে ফ্ল্যাট কেনেন। ইডি-র কাছে অভিযোগের সুরহা না মিললে আগামী দিনে পথে নেমে প্রতিবাদ জানাবেন তাঁরা। এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জমা পড়ায় এবিষয়ে কোনও ডিরেক্টরের তরফ থেকেই কোনও মন্তব্য করা হয়নি।

 

 

 

 

 

spot_img

Related articles

বিজেপিশাসিত অসমে আক্রান্ত বাংলার ফেরিওয়ালা! পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ

মহারাষ্ট্র, ওড়িশার পরে আরেক বিজেপিশাসিত রাজ্য অসমে (Assam) আক্রান্ত বাংলাভাষীরা। ডাবলইঞ্জিন সরকারের রাজ্যে মুর্শিদাবাদের বাসিন্দা বাঙালি ফেরিওয়ালার উপর...

এসআইআর ইস্যুতে অভিষেকের নেতৃত্বে বুধবার কমিশনের মুখোমুখি তৃণমূল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব হতে বুধবার দিল্লিতে কমিশনের সদর দফতরে...

মথুরায় বাতিল সানি লিওনের অনুষ্ঠান

নতুন বছর শুরুর আগেই ফের বিতর্ক। এবার অভিনেত্রী সানি লিওনের মথুরায় প্রবেশ নিষিদ্ধ করার দাবি উঠল। আগে নীলছবির...

সবুজ সাথীর জোরদার প্রস্তুতি! ১০ লক্ষ সাইকেল কিনছে রাজ্য

রাজ্যের নবম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় ১০ লক্ষ সাইকেল কেনার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।...