Wednesday, November 12, 2025

প্রতারণার অভিযোগে কাঠগড়ায় নুসরত, ইডি-র কাছে অভিযোগ দায়ের

Date:

Share post:

প্রতারণার অভিযোগ উঠল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে। ফ্ল্যাট দেওয়ার নাম করে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে ইডির কাছে অভিযোগ জমা দিয়েছেন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক। সোমবার, ইডির দফতরে হাজির হয়ে নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের কেন তাঁরা।

অভিযোগ, গড়িয়াহাট রোডে মেসার্স ৭ সেন্স ইনফাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন এই ৪২৯ জন। সংস্থার তরফে মোট ২৪ কোটি টাকা তোলা হয়েছিল। সেই সংস্থায় নুসরতের পাশাপাশি রাকেশ সিং ও তাঁর স্ত্রীর নামও ডিরেক্টর হিসেবে রয়েছে। ২০১৪ সালে নুসরত জাহানের ওই সংস্থা ৩ বিএইচকে ফ্ল্যাটের অগ্রিম বাবদ ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে ৪২৯ জনের কাছ থেকে নিয়েছিল বলে অভিযোগ। সেই সময় ওই সংস্থা প্রতিশ্রুতি দেয়, রাজারহাট হিডকোর (Hidco) কাছে ৫০০ কাঠা জমি কিনে সেখানে ফ্ল্যাট করে দেওয়া হবে। ৩ বছরের মধ্যেই ফ্ল্যাটগুলি হস্তান্তর করা হবে।

সোমবার সন্ধেয় ED-র দফতরে হাজির হন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক। তাঁদের অভিযোগ, ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দেওয়ার পরেও প্রায় ৯ বছর পার, আজও ফ্ল্যাট পাননি কেউই। অভিযোগ, যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই নুসরত-সহ ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত নামে ফ্ল্যাট কেনেন। ইডি-র কাছে অভিযোগের সুরহা না মিললে আগামী দিনে পথে নেমে প্রতিবাদ জানাবেন তাঁরা। এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জমা পড়ায় এবিষয়ে কোনও ডিরেক্টরের তরফ থেকেই কোনও মন্তব্য করা হয়নি।

 

 

 

 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...