খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জৈরি করা হয়েছিল। তাই তড়িঘড়ি বাড়ি ফিরছেন মৎস্যজীবীরা। আর তার আগেই ট্রলার ডুবল বঙ্গোপসাগরে। তবে মৎস্যজীবীদের সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।প্রত্যেকেই আপাতত নিরাপদে রয়েছেন।তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ হরিয়ানায় ধর্মীয় শোভাযাত্রায় অশা.ন্তি! বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান ও ইন্টারনেট পরিষেবা
পাঁচদিন আগে মাছ ধরতে কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল এফবি প্রসেনজিৎ নামের ট্রলারটি। ১৭ জন মৎস্যজীবী ছিলেন এই ট্রলারে। আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয় মৎস্যজীবীদের। সেই বার্তা পেয়ে সোমবার গভীর রাতে মৎস্যজীবী নিয়ে ফেরার পথ ধরেছিল ট্রলারটি। কিন্তু সীতারামপুর থেকে ২৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায়। এখানেই উল্টে যায় ট্রলারটি।
ডুবে যাওয়া ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশে থাকা অন্য একটি মৎস্যজীবীদের ট্রলার তাঁদের উদ্ধারে এগিয়ে যায়। রাতের অন্ধকারেই সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপের দিকে ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর।
