হাওড়ার মঙ্গলাহাটে গত ২০ জুলাই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছিল বহু দোকান। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তারপর থেকে হাটে কেনাবেচা বন্ধ ছিল। চলছিল ধ্বংসস্তূপ সরানোর কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনার পরদিন ছুটে গিয়েছিলেন মঙ্গলাহাটে।
অগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার দোকান পুড়ে গেছিল। ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে ফের খুলতে চলেছে হাওড়ার এই হাট। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমবর্তমান পরিস্থিতি দেখতে পরিদর্শনে গেছিলেন।
চারদিক ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার পর হাটের মালিকের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন ফিরহাদ হাকিম। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাটে অস্থায়ী ছাউনি তৈরি করা না হয় তাহলে এই জায়গা সরকার অধিগ্রহণ করবে।