Thursday, August 21, 2025

সুপ্রিম নির্দেশিকাকে ডোন্ট কেয়ার! কুনো জাতীয় উদ্যানে ফের মৃ.ত্যু চিতার

Date:

Share post:

আগেই উদ্বেগপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় সরকারকে (Central Government) প্রেস্টিজ ইস্যু না বানিয়ে যথাযথ পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের তরফে। এবার সেই আশঙ্কাই সত্যি হল। ফের মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) মৃত্যু হল এক চিতার (Cheetah)। রাজ্যের বন দফতর সূত্রে এমন খবর নিশ্চিত করা হয়েছে। যদিও ঠিক কী কারণে ওই চিতার মৃত্যু হল তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কুনোয় শাবক এবং পূর্ণবয়স্ক মিলিয়ে এখনও পর্যন্ত ৯টি চিতার মৃত্যু হল। বুধবার সকালে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে একটি মহিলা চিতা ‘ধাত্রী’কে মৃত অবস্থায় পাওয়া গেছে।

গত জুলাই মাসেই মৃত্যু হয়েছিল দুটি চিতার। ফের অগাস্ট মাসের একেবারে শুরুতেই আরও একটি আফ্রিকান চিতার মৃত্যু হল। গত ফেব্রুয়ারি মাসে কুনো জাতীয় উদ্যানে ১২টি চিতা আনার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তারও আগে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল কুনোতে। পরে কয়েকটি চিতার শাবকও জন্মায়। সব মিলিয়ে ২৪টি চিতা ছিল কুনো ন্যাশনাল পার্কে। কিন্তু দেশে আনার পর থেকেই মৃত্যু হচ্ছিল একের পর এক চিতার। বুধবার পর্যন্ত মোট ৯টি চিতার মৃত্যু হল।

যাদের অধীনে দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার চিতা আনা হয়েছিল সেই জাতীয় চিতা প্রকল্প স্টিয়ারিং কমিটির দুই আন্তর্জাতিক বিশেষজ্ঞ সদস্য, গোটা বিষয়টিতে তাদের অন্ধকারে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টে চিঠি লিখে প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে “গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।” দুই বিশেষজ্ঞ, দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণী পশুচিকিৎসক ডঃ অ্যান্ডি ফ্রেজার এবং ডাঃ মাইক টফট চিঠিতে লিখেছেন,কিছু চিতার মৃত্যু “প্রাণীদের ভাল পর্যবেক্ষণ এবং আরও উপযুক্ত” এবং সময়মত “পশুচিকিৎসা যত্ন” দ্বারা প্রতিরোধ করা যেত।” তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যদি বিশেষজ্ঞদের অবহেলা এবং শুধুমাত্র স্টিয়ারিং কমিটির শোভাবর্ধনের জন্য ব্যবহার না করে কাজে লাগানো হতো তবে পরিস্থিতি এতটা খারাপ হতোনা।” সুপ্রিম কোর্টকে লেখা এই দুই বিশেষজ্ঞের চিঠি ছাড়াও, গত ১৫ জুলাই, রেডিও কলার আঘাতের কারণে আফ্রিকান পুরুষ চিতা তেজস এবং সুরাজের মৃত্যুর কয়েকদিন পর, দক্ষিণ আফ্রিকার পশুচিকিৎসা ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর অ্যাড্রিয়ান টর্ডিফ তার সহকর্মীদের পক্ষে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন।

চিঠিতে অন্য স্বাক্ষরকারীদের মধ্যে আছেন চিতা বিশেষজ্ঞ ভিনসেন্ট ভ্যান ডার মারওয়ে, বন্যপ্রাণী পশুচিকিত্সক ডঃ অ্যান্ডি ফ্রেজার এবং ডাঃ মাইক টফট।একই সময়ে, নামিবিয়ার চিতা সংরক্ষণ তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর লরি মার্কার সুপ্রিম কোর্টে আরেকটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে টর্ডিফের চিঠির মতোই চিতা সংরক্ষণ ব্যবস্থাপনায় চরম গাফিলতির কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন। চিঠিতে তিনি কী চেয়েছিলেন জানতে চাওয়া হলে, মার্কার সংবাদ মাধ্যমকে বলেন: “বিশেষজ্ঞদের সাথে আরও ভাল যোগাযোগ, বিশেষজ্ঞদের বিশ্বাস করতে হবে, আরও ভাল পর্যবেক্ষণ (পর্যবেক্ষণ) এবং বিশেষজ্ঞদের সাথে নিয়মিত রিপোর্ট শেয়ার করতে হবে।” একই সময়ে, নামিবিয়ার চিতা সংরক্ষণ তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর লরি মার্কার সুপ্রিম কোর্টে আরেকটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে টর্ডিফের চিঠির মতোই চিতা সংরক্ষণ ব্যবস্থাপনায় চরম গাফিলতির কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...