‘এক্তিয়ারের বাইরে কাজ করছেন রাজ্যপাল’: নবান্নে সাংবাদিক বৈঠকে তো.প মুখ্যমন্ত্রীর  

বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, যাকে পারছে তাঁকে এনে উপাচার্যের পদে বসাচ্ছেন।

রাজ্যপাল (Governor) সংবিধান মেনে কাজ করছেন না। রাজভবনে (Rajbhawan) বসে বিজেপির (BJP) কর্মসূচি পালন করছেন। বুধবার নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠকে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের (Mamata Banerjee)। রাজ্যপালের নীতি বহির্ভূত কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, পূর্বসূরী জগদীপ ধনকড়কেও অতিক্রম করে গিয়েছেন বর্তমান রাজ্যপাল।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য (Vice Chancellor) নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, যাকে পারছে তাঁকে এনে উপাচার্যের পদে বসাচ্ছেন। নিয়ম হল সরকার ৩ জনের নাম প্রস্তাব করবে, রাজ্যপাল একজনকে বেছে নেবেন। কিন্তু রাজ্যপাল বোস যাকে পারছেন তাঁকে এনে বসাচ্ছেন। আমলাও উপাচার্য হয়ে যাচ্ছেন। সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। কেন বিশেষজ্ঞ কমিটি তৈরি হবে? কেন বাইরে থেকে লোক আসবে? বাংলায় কী বিশেষজ্ঞ হওয়ার যোগ্য মানুষ নেই! রাজ্যপাল আসলে দিল্লির বিজেপির কথায় চলছেন। যদিও বাংলার মানুষ রাজ্যপাল পদটিকে শ্রদ্ধা করেন।

 

 

Previous articleবজরং দল ও VHPকে মিছিলের অনুমতি, হরিয়ানা সংঘর্ষে তিন রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের
Next articleসুপ্রিম নির্দেশিকাকে ডোন্ট কেয়ার! কুনো জাতীয় উদ্যানে ফের মৃ.ত্যু চিতার