জামশেদপুর থেকে নিখোঁজ মহিলাকে ঘরে ফেরালো চুঁচুড়া আরোগ্য

ফের মানবিকতার পরিচয় দিল চুঁচুড়া আরোগ্য (Arogya, Chunchura)। জামশেদপুর থেকে নিখোঁজ হয়ে গেছিলেন এক মহিলা। কথা বলতে বা লিখতে পারেন না। খুব স্বাভাবিক ভাবেই তাঁর পরিচয় জানা বেশ কষ্টকর ছিল। কিন্তু তা সত্ত্বেও চুঁচুড়া আরোগ্য-র সহযোগিতায় বাড়ি ফিরলেন ওই মহিলা । দিন পাঁচেক আগে ব্যান্ডেল কেওটা এলাকা থেকে এক মহিলাকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। সেই সময় ওই মহিলা কথা বলতে বা লিখে কিছু বোঝাতে না পারায় কেউ কিছু না বুঝতে পেরে চুঁচুড়া আরোগ্যের হাতে ওই মহিলাকে তুলে দিয়ে যান। এরপর বিভিন্ন ভাবে খোঁজখবর শুরু করে চুঁচুড়া আরোগ্য।মহিলার কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায় যেখানে জামশেদপুর এর একটি সোনার দোকানের ঠিকানা ছিল।কিন্তু সেখানে খোঁজ করেও মহিলার পরিচয় বা বাসস্থানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত (Indrajit Dutta)জামশেদপুর এর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করেন। তাঁরা এই মহিলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খোঁজ খবর শুরু করে। এরপরই ওই মহিলার বাড়ির খবর পাওয়া যায়।

এই বিষয়ে ইন্দ্রজিৎ দত্ত বলেন উদ্ধার হওয়া মহিলা কোনও কথা বলে বা লিখে কিছুই জানাতে পারছিলেন না। তাই ওনার ঠিনানা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল । এরপর সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে ওনার বাড়ির লোক জামশেদপুর সেচ্ছাসেবী সংস্থার মাধ্যম চুঁচুড়া আরোগ্যের সাথে যোগাযোগ করে। এরপর মঙ্গলবার রাতে জামশেদপুর থেকে ওই মহিলার ছেলে ও পরিবারের লোকজন আসেন এবং ওই মহিলাকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

 

 

 

 

Previous articleনিজেদের ঋণ লুকিয়ে অন্যের দিকে আঙুল তোলে ওরা: নবান্নে হিসেব দিয়ে জবাব মুখ্যমন্ত্রীর
Next articleপ্রমাণের আগেই দো*ষী সাব্যস্ত করা হচ্ছে: নুসরতের পক্ষে মন্তব্য মমতার, ইঙ্গিত বিরোধী সাংসদের দিকে!