Thursday, November 13, 2025

৩৫১ রান তাড়া করে ভারতীর বোলারদের (indian bowler) মোকাবিলা করা ক্যারিবিয়ানদের কাছে সহজ ছিল না। ৮৮ রানে ৮ উইকেটের পরও ১৫১ পর্যন্ত কীভাবে ব্যাট করল ওয়েস্ট ইন্ডিজের (West Indies)টেলএন্ডাররা সেটাই বরং বিস্ময়ের। তবে সব ভাল যার শেষ ভাল তাই ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে (Brian Lara Stadium) ঠিক সেটাই হল। তিন ম্যাচের সিরিজের নির্ণায়ক দিনে নীল জার্সির দাপট চোখে পড়ল সর্বত্র। রোহিত বিরাট (Rohit Sharma and Virat Kohli)গতকাল খেলেননি। বোঝাই যাচ্ছিল বিশ্বকাপের আগে সব দিক দিয়ে তরুণ ব্রিগেডকে চ্যালেঞ্জ দিতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাংক। তবে হার্দিকের (Hardik Pandya) কাছে কাজটা কঠিন হয়নি, কারণ ঈশান, শুভমন , স্যামসনরা। অধিনায়ক নিজেও ‘বাপি বাড়ি যা ‘মুডে ছিলেন বটে। কিন্তু এত কিছুর পরও জয়ের সবটুকু কৃতিত্ব পেলেন দুম্যাচ মাঠের বাইরে থাকা বিরাট কোহলি (Virat Kohli)!

ভারত প্রথমে ব্যাট করে ৩৫২ রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানে গুটিয়ে যায় হোপের দল। তিন ম্যাচে ধারাবাহিক ভাবে ভাল পারফরমেন্স করে সিরিজ সেরা ঈশান কিষান। কিন্তু তবু সন্তুষ্ট নন। ঈশানের কথায়, ‘এই পিচে আমার আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। সিনিয়ররা যেমনটা সব সময় বলে থাকেন, সাধারণ প্লেয়ার থেকে গ্রেট হতে হলে শুরুটা শুধু ভালো করলে হবে না, বড় ইনিংস খেলতে হবে। আমারও সেটাই লক্ষ্য থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। সামনে আরও সিরিজ নিয়ে ভাবছি। এরপর ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে।’ হার্দিক বললেন শেষের দিকে তাঁর ৭০ রানের ইনিংস দরকার ছিল। আর এটা হয়েছে কিং কোহলির জন্য। অধিনায়ক বললেন, শুরুতে মন্থর খেলছিলাম কিন্তু বিরাটের বার্তা ছিল, ক্রিজে কিছুটা সময় কাটাও, একটা বল মাঝব্যাটে খেললে, দেখবে আত্মবিশ্বাস চলে আসবে। সেটাই আমার কাজে লেগেছে। ওকেও কৃতিত্ব দিতে হবে।’

 

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version