Sunday, May 4, 2025

মোদির ‘ইন্ডিয়া’ ভীতি! বিরোধী জোটকে ‘আইএনডিআইএ’ বলার নির্দেশ সাংসদের

Date:

ইন্ডিয়া(INDIA) জোটে দিল্লির কুর্সি টলোমলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। যার জেরেই এবার দলীয় সংসদের(BJP MP) কড়া নির্দেশ দিলেন তিনি। জানালেন, তারা যেন বিরোধীদের সমালোচনা করতে গিয়ে ‘ইন্ডিয়া’ শব্দের ব্যবহার না করেন। এবং এই জোটকে ‘আইএনডিআইএ’ জোট নামেই অভিহিত করার নির্দেশ দেন তিনি।

গত সোমবার রাতে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সংসদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি জানান, বিরোধীদের সমালোচনা করতে গিয়ে এই জোটকে তারা যেন কোনভাবেই ইন্ডিয়া জোট হিসেবে উল্লেখ না করেন, পরিবর্তে ‘আইএনডিআইএ’ নামই যেন ব্যবহার করা হয়। সেই সঙ্গে বাদল অধিবেশন শেষ হলেই নিজ নিজ সংসদীয় এলাকায় ফিরে গত দশ বছর কেন্দ্রীয় প্রকল্পের ধারাবাহিক প্রচার করার পাশাপাশি ইউপিএ জমানার দুর্নীতি নিয়েও ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন বলে সূত্রের খবর। এছাড়াও ওই বৈঠক থেকে লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যভিত্তিক কিভাবে প্রচার চালাবে তার রূপরেখা তৈরি করে দেন মোদি। জানিয়ে দেন রাজ্যভিত্তিক ইস্যুগুলি তুলে ধরার পাশাপাশি রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের সরকারের উন্নয়ন ভিত্তিক দিকগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলি বেশি বেশি করে তুলে ধরতে হবে নির্বাচনী প্রচারে।

এছাড়াও প্রত্যেক সাংসদকে দু’টি করে রিপোর্ট দিতে বলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একটি সাংগাঠনিক ও আরেকটি প্রশাসনিক। সাংগাঠনিক রিপোর্টে বুথ থেকে জেলাস্তর পর্যন্ত সংগঠন কী অবস্থায় রয়েছে তার উল্লেখ থাকতে হবে। আর প্রশাসনিক রিপোর্টে সংসদীয় এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি সাংসদ তহবিলের অর্থে কী কী কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বলে জানান বৈঠকে উপস্থিত এক সাংসদ। সেই সঙ্গে সংসদীয় এলাকায় আর কোনও কেন্দ্রীয় প্রকল্পের প্রয়োজন রয়েছে কি না তাও জানাতে হবে বলে নির্দেশ দেন নাড্ডা।

Related articles

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...
Exit mobile version