Sunday, August 24, 2025

“চুপ করুন, নাহলে বাড়িতে ইডি চলে যাবে”, সংসদে দাঁড়িয়ে হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর!

Date:

বছর পেরোলেই লোকসভা নির্বাচনে। তার আগে বিরোধী ঐক্য INDIA জোট রাতের ঘুম কেড়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের। তাই বিরোধীদের চাপে রাখতে সেই পুরোনো কৌশল ব্যবহার করছে গেরুয়া শিবির। কথায় কথায় বিরোধীদের ইডি-সিবিআই দিয়ে চমকানোর প্রবণতা আরও বাড়ছে। তৃণমূল সহ বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ রাজনীতিতে পেরে না উঠে এজেন্সিকে কাজে লাগিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ইডি-সিবিআইকে নিজেদের শাখা সংগঠনের মতো কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির।


আরও পড়ুনঃ লোকসভায় পাশ দিল্লি অর্ডিন্যান্স বিল! তীব্র ক্ষুব্ধ কেজরিওয়াল, বিরোধিতা INDIA-র

কেন্দ্রের বিরুদ্ধে ইডি-সিবিআই লেলিয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রী সেই অভিযোগে সিলমোহর দিয়ে দিলেন। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধীদের একপ্রকার হুমকির সুরে বলে দিলেন, “চুপ করুন, নাহলে বাড়িতে ইডি চলে যেতে পারে।” তাঁর এমন আচরণে নিন্দার ঝড় উঠেছে। সংসদে বিরোধীদের টুঁটি চেপে ধরে গণতন্ত্র ভূ-লুণ্ঠিত করতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। বিরোধিতায় একজোট হয়ে সরব বিরোধীরা।


প্রসঙ্গত, সংসদে দিল্লি সার্ভিসেস বিল নিয়ে আলোচনার সময় যথারীতি হট্টগোল করছিলেন বিরোধী সাংসদরা। সেসময়ই কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লির সাংসদ মীনাক্ষী লেখি হুমকির সুরে বলে ওঠেন, “এক মিনিট। চুপ করুন, চুপ করুন। শান্ত হন। নাহলে আপনাদের বাড়িতে ইডি চলে যেতে পারে।” তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “এটা আসলে প্রকাশ্যে হুমকি। সংসদে দাঁড়িয়ে এভাবে ইডির নামে হুমকি দেওয়াটা নিন্দনীয়।”

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version