বালুরঘাটে PHE অফিসে ভয়া.বহ আ.গুন, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

শুক্রবার দুপুরে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বালুরঘাটে PHE অফিসে (Balurghat PHE office)। ওয়াটার অ্যানালিসিসের (Water Analysis)ল্যাব থেকে আগুন গোটা বিল্ডিং জুড়ে ছড়িয়ে পড়ে। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দাহ্য পদার্থ থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বেশি হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে।

শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করছেন দমকলের কর্মীরা। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনেও। খবর পাওয়া মাত্রই দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক সেখানে পৌঁছে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

 

 

 

 

Previous article‘ইন্ডিয়া’তে আপত্তি জানিয়ে মামলা দায়ের, জোটকে নোটিশ দিল্লি হাইকোর্টের
Next articleমেসি ম্যাজিক মায়ামিতেও, ১০ মিনিটেই শেষ ৯ হাজার ডলারের টিকিট !