Sunday, November 16, 2025

বিচারব্যবস্থার জয়: রাহুলের সুপ্রিম স্বস্তিতে খুশি মমতা

Date:

মোদি পদবি মামলায় শুক্রবার বড়সড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Narendra Modi)। সুরাটের নিম্ন আদালতের দু’বছর কারাদণ্ডের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত(Supreme Court)। সুপ্রিম স্থগিতাদেশের পর এই রায়কে স্বাগত জানিয়ে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, “বিচারব্যবস্থার জয় হল।”

আদালতের রায় প্রকাশ্যে আসার পর শুক্রবার টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “রাহুলের (Rahul Gandhi) সাংসদ পদ নিয়ে খবরে আমি খুশি। মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয়ী হতে ইন্ডিয়া জোটের সঙ্কল্প আরও মজবুত হল।” প্রসঙ্গত, দেশের বিচার ব্যবস্থার একাংশের ওপর রাজনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আছে তৃণমূল। আর সেই পথে রাহুলের সাজা ঘোষণার ঘটনা লঘু পাপে গুরু দণ্ড বলেই অভিযোগ করছিল বিরোধীরা। সুরাট আদালত রাহুলকে সাজা দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘গণতান্ত্রিক ভারত বর্ষ এখন সোনার পাথর বাটি।’ এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাহুলের স্বস্তিতে কংগ্রেসের পাশাপাশি খুশি বিরোধী শিবিরও।

শুধু তা নয়, নিম্ন আদালতের ওই রায় ঘোষণার পরই তড়িঘড়ি যেভাবে রাহুল সাংসদ পদ খারিজ করা হয়েছিল, এবং বাড়িছাড়া করা হয়েছিল তাঁকে, তা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছিল। তাই সুপ্রিম কোর্ট এদিন নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিতেই স্বাগত জানান বাংলার মুখ্যমন্ত্রী সহ বাকি বিরোধীরা। একই সঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যেদিন বলেন, “বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া রয়েছে। নিম্ন আদালতের রায়কে উচ্চ আদালতে বা সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায়। সুপ্রিম কোর্টের রায়ে রাহুল গান্ধী স্বস্তি পেয়েছেন। এবার আমরাও চাইব যে ক্ষিপ্রতার সঙ্গে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করেছিলেন স্পিকার ওম বিড়লা সেই তৎপরতার সঙ্গেই যেন তা ফিরিয়ে দেন।”

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version