Saturday, August 23, 2025

জম্মু ও কাশ্মীর থেকে নিখোঁজ জওয়ানকে উদ্ধার, মেডিক্যাল টেস্টের পরই জিজ্ঞাসাবাদের ভাবনা পুলিশের

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের কুলগাম থেকে গত সপ্তাহে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভারতীয় সেনার জওয়ান, জাভেদ আহমেদ ওয়ানি। বৃহস্পতিবার, তাঁকে উদ্ধার করল কুলগাম পুলিশ। কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল, বিজয় কুমার জানিয়েছেন, মেডিকেল চেকআপের পরই জিজ্ঞাসাবাদ করা হবে নিখোঁজ ওই জওয়ানকে।

আরও পড়ুনঃজ্ঞানবাপীতে সমীক্ষায় স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম দ্বারস্থ মসজিদ কর্তৃপক্ষ

গত সপ্তাহে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রাইফেলম্যান জাভেদ।গত ২৯ জুলাই ২৫ বছর বয়সী এই জওয়ান বাজার থেকে কিছু জিনিসপত্র কিনতে বাড়িতে আর ফেরেননি। যে অল্টো গাড়িটি নিয়ে তিনি বেরিয়েছিলেন, সেটি পাওয়া গিয়েছিল পারাহল এলাকায় এক বাজারের কাছে। আশঙ্কা করা হয়েছিল, জঙ্গিরা সম্ভবত তাঁকে অপহরণ করেছে। জাভেদের পরিবারের পক্ষ থেকে তাঁকে নিরাপদে মুক্ত করার আবেদন করা হয়েছিল।

মঙ্গলবার, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিআইজি দিলবাগ সিং জানিয়েছিলেন জাভেদের নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, কিছু মানুষ কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করার চেষ্টা করছে। কুলগাম থেকে এই সৈনিকের নিখোঁজ হওয়া, এই ধরনেরই এক প্রচেষ্টা। এই সৈনিকের নিখোঁজের ঘটনায় বিদেশি সন্ত্রাসবাদীরা জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন ডিআইজি দিলবাগ সিং। জাভেদের খোঁজ মেলার পর কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে বলা হয়, “নিখোঁজ সেনা জওয়ানকে উদ্ধার করেছে কুলগাম পুলিশ। মেডিকেল চেকআপের পরই যৌথ জিজ্ঞাসাবাদ শুরু হবে। পরে আরও বিশদ বিবরণ জানানো হবে”

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...