Sunday, November 16, 2025

ফের ফুটপাত দখল নিয়ে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। ফুটপাত (Footpath) দখল মুক্ত করতে এবার মনিটরিং সেল (Monitoring Cell) গঠনের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে এই বিষয়ে কথা বলার পর মনিটরিং সেল তৈরি হবে। ইতিমধ্যেই বেআইনি হকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তালতলা, নিউমার্কেট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, কলকাতা শহরের ফুটপাতের একটি বড় অংশ দখলে চলে গিয়েছে হকারদের। যার জন্য ফুটপাত দিয়ে যাতায়াত করতে না পেরে পথচারীদের নেমে আসতে হয় ব্যস্ত রাস্তায়। যার জেরে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটেওছে।

অন্যদিকে, ফুটপাত দখল নিয়ে সরব হয়েছেন পথ চলতি সাধারণ মানুষও। কিন্তু অভিযোগ, সাময়িক নড়াচড়া ছাড়া আর কোনও বিশেষ পদক্ষেপ প্রশাসনের তরফে নেওয়া হয়নি। আগামিদিনের মনিটরিং সেল তৈরি হওয়ার পর এই সমস্যার সুরাহা হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

 

 

Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...
Exit mobile version