কলকাতা লিগে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ইউনাইটেড স্পোর্টসকে হারাল ২-০ গোলে। বাগানের হয়ে গোল দুটি করেন নাওরেম এবং সুহেল ভাট।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় মোহনবাগান। যার ফলে ম্যাচের ২৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। বাগানের হয়ে গোলটি করেন নাওরেম। একক দক্ষতায় দুরন্ত গোল করলেন নাওরেম। এরপর পাল্টা আক্রমনে ঝাপায় ইউনাইটেড স্পোর্টস। ম্যাচের ৩৫ মিনিটে
ইউনাইটেডের দীপেশ বড় সুযোগ নষ্ট করেন। দু’দল আক্রমণে গেলেও প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-০।
দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই।ইউনাইটেড স্পোর্টস কিন্তু দুরন্ত লড়াই চালায়। গোলশোধের জন্য তারা মরিয়া হয়ে ওঠে। বেশ কিছু সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলেন তারা। ঝালে বল কিছুইতে ঢোকাতে পারেনি। পাল্টা আক্রমণ চালায় সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৬৮ মিনিটে সুযোগ চলে আসে বাগানের সামনে। প্রতি আক্রমণে উঠে নাওরেম বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। কিন্তু নাওরেমের শটটি দুরন্ত ভাবে বাঁচিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক রাজা। ম্যাচের ৬৯ মিনিটে ফাঁকা গোল পেয়েও গোল করতে পারে না ইউনাইটেড। বল ধরতে গিয়ে গোল ছেড়ে বের হয়ে আসেন বাগান কিপার আর্শ। একেবারে ফাঁকা গোল পেয়েও বিজয় বাহাদুর গুরুং গোল মিস করে বসেন। এরপর পাল্টা আক্রমণ চালায় বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচের ৮৭ মিনিটে ২-০ এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন পরিবর্তে নামা সুহেল আহমেদ ভাট। প্রায় ১৮ গজ দূর থেকে দুরন্ত গোল সুহেলের। ১৮ গজের কোণা থেকে ডান পায়ের শটে সেকেন্ড পোস্টে বল রাখেন সুহেল। ইউনাইনেট অলআউট আক্রমণে ওঠার কারণে সুহেলকে প্রতিরোধ করার মতো কেউ তখন ছিলেন না। এদিন বাগানের ম্যাচ দেখতে যান হেড কোচ জুয়ান ফেরান্দ এবং সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

আরও পড়ুন:এশিয়া কাপে দলে ফিরতে পারেন রাহুল, অনিশ্চিত শ্রেয়স : সূত্র
